কীভাবে Tor Browser ডাউনলোড করবেন?
কীভাবে Tor Browser ডাউনলোড করবেন?
Ibrahim Al Hindi
https://82.221.139.217/showthread.php?23184
আজকে দেখানোর চেষ্টা করবো-কীভাবে এনড্রয়েড সেটের জন্য এবং পিসি বা লেপটপের জন্য টর ব্রাউজার ডাউনলোড করবেন।
তো চলুন! তো জেনে নেই! কীভাবে Tor Browser ডাউনলোড করবেন?
প্রথমে Tor Browser এ torproject.org লিখে সার্চ করতে হবে। এরপর একটি পেইজ চলে আসবে।
এরপর যে কাজগুলো করবেনঃ
১.Browse Privately.Explore Freely. লেখার একটু নিচে Download Tor Browser লেখার উপর ক্লিক করবেন।
অথবা পেইজের শুরুতে বাম পাশে Menu নামে একটি অপশন দেখতে পাবেন। Menu অপশনে ক্লিক করবেন। দেখবেন কয়েকটি লেখা চলে এসেছে। একটু নিচে গিয়ে Download Tor Browser অপশনে ক্লিক করবেন।
২.এবার Defend yourself. এর একটু নিচে চারটি অপশন লোগো সহকারে চলে এসেছে।
প্রথমটি Download for Windows নামে।
দ্বিতীয় Download for OS X নামে।
তৃতীয়টি Download for Linux নামে।
চতুর্থটি Download for Android নামে।
এখানে প্রথমটি লেপটপের জন্য । আর চতুর্থটি এনড্রয়েড মোবাইলের জন্য। আর বাকি দুটি অন্য ডিভাইসের জন্য।
লেপটপের জন্য টর ব্রাউজার কীভাবে ডাউনলোড করবেন?
Download for Windows অপশনে ক্লিক করবেন। অথবা Download for Windows এ লেখার উপরে লোগোতে ক্লিক করবেন। ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ইনশাআল্লাহ
এনড্রয়েড মোবাইলের জন্য টর ব্রাউজার কীভাবে ডাউনলোড করবেন?
Download for Android অপশনে ক্লিক করবেন। অথবা Download for Android এ লেখার উপরে লোগোতে ক্লিক করবেন। দেখবেন একটি পেইজ চলে আসবে। Get Tor Browser for Android লেখার একটু নিচে চারটি অপশন দেখতে পাবেন।
প্রথম Download.apk (aarch64)
দ্বিতীয় Download.apk (arm)
তৃতীয় Download.apk (x86_64)
চতুর্থ Download.apk (x86)
এ চারটি অপশনে চার ভার্সনের এপস। তবে চারটি এপসই এনড্রয়েড মোবাইলে জন্য । সব এনড্রয়েড মোবাইল এক রকমের নয়। একেক সেটের ভার্সন একেক রকম হয়। যার কারণে সব ভার্সনের এপস সব মোবাইলে ইনস্টল হয় না। দরকার হয় সেটের ভার্সন অনুযায়ী এপসের। সে হিসাবে এখানে চারটি ভার্সনের এপস দেওয়া হয়েছে। আশা করি এ চারটি এপস থেকে যে কোন একটি অবশ্যই ইনস্টল হবে। আবার কারো মোবাইলে সবগুলোই ইনস্টল করা যাবে।
তো ডাউনলোড কীভাবে করবেন?
প্রথমটি ডাউনলোড করতে হলে Download.apk (aarch64) অপশনে ক্লিক করুন। ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এভাবে বাকিগুলোও ডাউনলোড করতে পারবেন। তবে প্রথমটি ডাউনলোড করলেই হবে আশা করি।
আরো কিছু কথা!
যে সকল ভাইয়েরা মোবাইলে টর ব্রাউজার ব্যবহার করেন। তাঁরা পিসি বা লেপটপে টর ব্রাউজার ব্যবহার করতে চাইলে যা করবেনঃ উপরোক্ত নিয়মে আপনার মোবাইলের টর ব্রাউজার দিয়ে পিসি বা লেপটপের জন্য টর ব্রাউজার ডাউনলোড করবেন। এরপর মেমোরি বা পেইন ড্রাইভে নিয়ে পিসি বা লেপটপে ইনস্টল করবেন।
আর যদি বিষয়টি এমন হয় যে,আপনি পিসি বা লেপটপ থেকে টর ব্রাউজার ব্যবহার করছেন। এখন চাচ্ছেন,মোবাইলে টর ব্রাউজার ইউজ করতে। তো আপনি পিসি বা লেপটপের টর ব্রাউজার থেকে উপরোক্ত নিয়মে এনড্রয়েন ভার্সনের এপস ডাউনলোড করবেন। এরপর মেমোরি বা পেইন ড্রাইভে নিয়ে কার্ড রিডার বা ওটিজি ব্যবহার করে মোবাইলে ইনস্টল করবেন।
আবার বিষয়টি যদি এমন হয় যে,আপনি নতুন সেট নিয়েছেন। টর ব্রাউজার কোথায় পাবেন? মেমোরি বা পেইন ড্রাইভে নেই। তখন আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। তবে প্লে স্টোর থেকে ডাউনলোড না করাই ভালো.......................