JustPaste.it

আপনি জানেন কি?

 

ফিলিপাইনে ৩৬ বছরে 3 লাখ ৩৮ হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে

               দক্ষিণ ফিলিপাইনে সরকার বিরোধী লড়াইয়ে গত ৩৮ বছরে ৩ লাখ ৩৮ হাজার মুসলিম  নিহত হয়েছে। ফিলিপাইনের মুসলমানদের রাজনৈতিক দল ‘ইসলামিক লিবারেশন ফ্রন্ট’ এর নেতা শেখ সালামাত হাশেমী এ তথ্য জানান।

               শেখ সালামাত হাশেমী বলেন, এতসব জুলুম নির্যাতন ও বাধা বিপত্তি সত্ত্বেও ফিলিগপাইনের মুসলমানরা দেশে ১৯৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষা লাভকারী ছাত্রের সংখ্যা ৫ লাখ! তা ছাড়া বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত মসজিদের সংখ্যা ৩৩১৭। উল্লেখ্য যে, গত জানুয়ারী মাসে ফিলিপাইনের সরকারী সৈন্যরা ২১ জন মুসলমানকে শহীদ করেছে।

 

দৈনিক ১৩০০ আমেরিকান কুমারী মা হয়ে যাচ্ছে

             গত ৩০ বছর যাবত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পরিবার প্রথার প্রতি গুরুত্বারোপ করা সত্ত্বেও আমেরিকায়  ১৫ বছরের কম বয়সী কুমারী মেয়েদের মা হওয়ার ঘটনা দিনদিন বেড়েই চলেছে।

           ‘সানডে টাইমস্‌’ এর এক রিপোর্ট মোতাবেক আমেরিকায় কুমারী মেয়েদের মা হওয়ার ঘটনা বৃটেনের তুলনায় দ্বিগুণ আর জাপানের তুলনায় ১৫ গুণ বেশী। প্রতিদিন আমেরিকায় ১৩০০ কুমারী মেয়ে মা হচ্ছে। গর্ভপাত করাচ্ছে প্রতিদিন ১১০০ কুমারী।

             রিপোর্ট মোতাবেক কুমারী মাতার গর্ভজাত সন্তানের যাবতীয় ব্যয়ভার সরকারকে বহন করতে হচ্ছে। এতে সরকারের খরচ হয় বছরে কোটি কোটি ডলার। কুমারী মেয়েদের মা হওয়ার এ প্রবণতায় মার্কিন সরকার দারুন উদ্বিগ্ন।

 

পাঁচ বছরে ৪২, ৮৬৫ কাশ্মিরীর শাহাদাত বরণ

                এমন্যাষ্টি ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল রেডক্রস এর রিপোর্ট মোতাবেক অধিকৃত কাশ্মিরে ভারত ১৯৯৫ সাল পর্যন্ত বিগত পাঁচ বছরে ব্যাপকহারে মানবাধিকার লংঘন করেছে এবং ভারতীয় সিকুরিটি ফোর্সের হাতে কাশ্মিরী জনগণের বিপুল ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। এসব আন্তর্জাতিক সংস্থা পরিবেশিত রিপোর্ট মোতাবেক উক্ত পাঁচ বছরে ভারতীয় সৈন্যরা কমপক্ষে ৪২৮৬৫ জন কাশ্মিরী মুসলমানকে শহীদ করেছে। গুরুতর আহত হয়েছে ৩৪৯৯৫ জন। রিপোর্ট মোতাবেক অন্ততঃ ৩৬০ জন স্কুল ছাত্রসহ অন্তত ১০৮৮ জন নিরাপরাধ লোককে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছে। ভারতীয় সেনা  হেফাজতে শাহাদাত বরণকারী কাশ্মিরী মুজাহিদের সংখ্যা ৩৪৬৭ জন। নিখোঁজ রয়েছেন ৯২৪৭৭৫ জন। এ পাঁচ বছরে ভারতীয় হায়েনাদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন ৫৩৬৫ জন কাশ্মিরী নারী।

                 এমন্যাষ্টি ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল রেডক্রস এর রিপোর্ট অনুযায়ী কাশ্মিরী জনগণ ব্যাপক আর্থিক ক্ষয় -ক্ষতিরও শিকার হয়েছে। উক্ত পাঁচ বছরে প্রায় ১০,৫০০ বসতবাড়ী, ৭০০১ বাবসা প্রতিষ্ঠান পুড়ে ধ্বংস করা হয়েছে। সংগ্রহকৃত খাদ্য ও ফসলের ক্ষয়-ক্ষতির মূল্যমান আনুমানিক ১১৬ মিলিয়ন ডলার।

সংগ্রহঃ মুহিউদ্দিন