কবিতা
===============================================
নূর নবী
কাজী হায়াত মাহমুদ
--------------------------------------
সাহারার ঐ মরুর বুকে
মা আমেনার ঘরে।
নূরের বাতি উঠলাে জ্বলে,
মুহাম্মদ নাম ধরে।
সেই নূরেরই আভায় চিরে,
আঁধার গেলাে সরে।
নূর নবীজির নূরে সেদিন,
জগত গেলে ভরে।
নবীর রুপের নেই তুলনা,
ত্রি-জগতে আর।
তাঁর নূরেই সৃষ্টি হলাে,
বিশ্ব পারাবার।
চন্দ্র, সূর্য, গ্রহের আলাে,
এক করিলে কভু।
এক আঙ্গুলের রূপের সমান,
হবে নাতাে তবু।
খােদার সৃষ্টি বিশ্ব জুড়ে,
যত শােভা আছে।
সবাই নগণ্য অতি,
নবীর রুপের কাছে।
খােদার নূরে নূর-নবীজি,
জগতে প্রকাশ।
সেই নূরের সামান্যে পয়দা,
এই মাটি আকাশ।
*******
সম্পদ
সৈয়দ মুসা রেজা
------------------------------------------
স্বর্ণ-শিখার হয়ে ওঠে যদি
দুনিয়ার পর্বত,
সাগরের পানি যদি হয়ে যায়
উজ্জল মরকত,
হীরে জহরতে ভরে ওঠে যদি
পৃথিবীর নদী হ্রদ,
চুনি পান্নার ঢলে ভেসে যায়
রাজ পথ জনপদ,
মুক্তো খচিত বসন-ভূষণ
রাখো যদি রাশি রাশি,
মুহাম্মদের (সাঃ) জীর্ণ পাদুকা
যদি রাখো পাশাপাশি,
কোনটা আমার সবচেয়ে প্রিয়
তুকি কি জানতে চাও,
বারবার আমি বল তােমাকে,
নবীর পাদুকা দাও
*******
আত্মশুদ্ধি
মুঃ আঃ গনি খান
--------------------------------------
নিদ্রা যাওয়ার সময় আমি মনে মনে ভাবি।
চিন্তার মাঝে আমি তখন খাই যে শুধু খাবি।
আমার এই যে, ধার্মিকতা আসল কি বা মেকি
ওজনের বেলায় আজি আমি কম দিয়েছে কি?
বেগানা নারীর প্রতি আমি তাকিয়েছি কি আজ?
বিবেক আমার তাতে পেয়েছে কি লাজ?
হালাল রুজীর কাজে আমি দিয়েছিকি ফাঁকি?
কারও মনে আজি আমি ব্যথা দিয়েছি নাকি?
সংযত রাখিতে কি পেরেছি আজ মাের নয়ন?
পরের সম্পদ কি আমি আজ করেছি চয়ন ?
আমার কাজে সহায়তা আজি পেয়েছে কি কোন জালেম?
মাের কাজে বাঁধা আজি পেয়েছেন কি আলেম ?
আমি কি আজ কারও করেছি গিবত,
কারও সাথে আজি আমি করেছি কি বিবাদ?
এক ওয়াক্ত নামাজও আমি করেছি কি কাজা,
অধিনস্থ কাউকে আমি দিয়েছি কি সাজা?
রুঢ় আচরণ কি আজি করেছি কারও সনে,
ব্যথা আমি দিয়েছি কি আজ কারও মনে?
ফিরে গেছে কি ভিখারী আজি এসে মাের দ্বার,
নাখােশ কোন কাজ আমি করেছি কি আল্লাহর ?
প্রতিবেশী ক্ষুধার্ত রেখে করেছি কি আহার,
কারও প্রতি আজি আমি করেছি অত্যাচার ?
বিনে প্রয়ােজনে আমি আজি বলেছি কি কথা,
কারও সাথে আজ আমি করেছি কি আত্ম অহংকার?
চোগলখােরী, মােনাফেকী আরও রিয়াকার,
নষ্ট করেছি কি আমি আজি হক বান্দার ?
ঠক বাজী ধাপ্পাবাজী করেছি কি আজ,
নিজের আত্ম শুদ্ধি ভাই নিজের করা চাই।
এর চেয়ে অমােঘ ঔষধ আর কিছুই নাই।
একথাটি সদাই সবে রাখিবে স্মরণ
দুনিয়ার সব মানুষই হবে আপন জন।
কোনই ভেদাভেদ তথা রহিবে না আর
করুনা সদাই তুমি পাবে বিধাতার।
********