মুক্তার মালা
জ্ঞানীগণ বলেছেন, মানব জীবনের সর্বাপেক্ষা মারাত্মক কতগুলো ভুল হচ্ছেঃ
১। স্বাস্থ্য, সৌন্দর্য ও প্রাচুর্য চিরকাল অটুট থাকবে এই ধারণায় মত্ত থাকা।
২। দু'-চার বার করার পর তওবা করে সংশোধন করে নেয়া যাবে এইরূপ ধারণার বশবতী হয়ে পাপ করতে থাকা।
৩। কোন গোপন কথা অন্যের নিকট প্রকাশ করে কোথাও তা প্রকাশ না করার অনুরোধ করা।
৪। বাহ্যিক আচার-আচরণ ও পোষাক দেখে কোন মানুষ সম্পর্কে চূড়ান্ত কোন ধারণায় উপনীত হওয়া।
৫। যে কোন কাজ কিছুটা করার পর ভবিষ্যতের জন্য অসমাপ্ত রেখে দেয়া।
৬। ভবিষ্যতে সুদিন আসবে এইরূপ আশায় আয়ের তুলনায় ব্যয় বেশী করা।
৭। নিজে পিতা-মাতার খেদমত না করে সন্তানদের নিকট থেকে খেদমত প্রত্যাশা করা ।
৮। যা সে নিজে করতে পারে না, তা আর কেউ করতে পারবে না, এইরূপ ধারণা করা ।
৯। অন্য লোকের দুঃখ-কষ্টের সময় কোনকিছু না করে নিজের বিপদে অন্যের সহানুভূতি প্রত্যাশা করা ।
১০। সকলের সাথে দুর্ব্যবহার করেও নিজে সুখে থাকার আশা করা ।
১১। নিজেকে সর্বাপেক্ষা বেশী বুদ্ধিমান ও যোগ্য ব্যক্তি বলে ধারণা করা ।
১২। কোন কিছু না করে ভবিষ্যত জীবনের রঙ্গিণ স্বপ্ন দেখতে থাকা ।
১৩। সকল মানুষকে নিজের মতের অনুসারী করার চেষ্টা করা এবং সব মানুষকে অভিজ্ঞ বলে ধারণা করা ।
১৪। যে একবার আঘাত দিয়েছে তাকে দ্বিতীয়বার আঘাত দেয়ার সুযোগ দেয়া। যে কোনো লোকের মিষ্টি কথা শুনে তাকে বিশ্বাস করা।
১৫। উত্তমরূপে যাচাই না করে যে কোন লোকের শপথবাণীর প্রতি আস্থা স্থাপন করা।
১৬। অন্যের মৃত্যু দেখেও নিজেকে মৃত্যুর গ্রাস থেকে নিরাপদ মনে করা।
১৭। কোন গোপন কথা বলার সময় যা কোন গর্হিত কাজ করার বেলায় দেওয়ালেরও কান আছে, এই বিশ্বাস হারিয়ে ফেলা।
১৮। পরিশোধ করার মত নির্ভরযোগ্য কোন ব্যবস্থা না করেই ঋণ গ্রহণ করে অপ্রয়োজনীয় কাজে খরচ করা।
-আহমাদ আল-ফিরোজী।