JustPaste.it

Color fastness to ozon fall

User avatar
Sumon @smn · Sep 23, 2021

Color_Fastness_TO_Ozone_fall কেন হয়....?

বর্তমানে ওয়াশিং জগতে Color Fastness to Ozone Fail এক আতংকের নাম। এ ব্যাপারে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম....………
গার্মেন্টসে ওজোন ফেডিং-
বাতাসে উপস্থিত থাকা ওজোন গ্যাস গার্মেন্টসগুলির সংস্পর্শে এসে ধীরে ধীরে ইনডিগো ডাই নষ্ট করে ফেলে এবং শেড হলুদ হয়ে যায়। ওজোন গ্যাসের কারণে শেডের এ ধরনের পরিবর্তনকে ওজোন ফেডিং বলে। লাইট ওয়াশ এবং ব্লিচ ওয়াশের ক্ষেত্রে এ ধরনের প্রবলেম বেশি হয়ে থাকে।
যে কারনে ওজোন ফেডিং হওয়ার সম্ভাবনা থাকে-
১। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম বা বেশি হলে 
২। তাপমাত্রার পরিমান কম বা বেশি হলে
৩। ব্লিচ নিউট্রাল সঠিক ভাবে না হলে
৪। pH ঠিকমত কন্ট্রোল করা না হলে
আপনি জেনে অবাক হবেন যে, মাত্র ১ গ্রাম ওজোন গ্যাস প্রায় এগার গ্রাম (১০.৯গ্রাম) ইনডিগো ডাই নষ্ট করে ফেলতে পারে।
বাতাসে দিন দিন ওজোন গ্যাসের পরিমান বেড়ে যাওয়ার ফলে গার্মেন্টস সেকশনে ওজোন ফেডিং নিয়ন্ত্রন করা খুবই জরুরী।
ওয়াশে ওজোন ফেডিং নিয়ন্ত্রন করার কিছু কৌশল-
১। ব্লিচ নিউট্রাল সঠিক ভাবে করতে হবে। 
প্রয়োজনে হট ওয়াশ দেয়া যেতে পারে।
২। pH ঠিকমত কন্ট্রোল করে নামাতে হবে।
৩। ওজোন ফেডিং রোধে ওয়াশ রেসিপি অনুযায়ী 
এন্টি-ওজোন সফটনার পরিমাণমত অবশ্যই ব্যবহার করতে হবে।

লিখেছেন  #রেজওয়ান 
(স্টারলিং লন্ড্রি লিমিটেড)