JustPaste.it
User avatar
@anonymous · Oct 25, 2022

পবিত্র হাদীসের আলোকে কয়েকটি অমূল্য উপদেশঃ

 

  • প্রকৃতজ্ঞানী সেই ব্যক্তি, যে নিজেকে ছোট মনে করে এবং সে বিষয়ে অধিক মনোযোগী হয়, যা মৃত্যুর পরও কাজে আসবে। আর মূর্খ সেই ব্যক্তি যে প্রবৃত্তির সন্তুষ্টি মোতাবেক কাজ করে এবং আশা রাখে যে, আল্লাহ পাক তার সব মনোবাঞ্ছাই পূর্ণ করবেন।
  • প্রকৃত বীর সেই ব্যক্তি, যে প্রবৃত্তিকে বশে রাখতে সক্ষম হয়।
  • অল্পে তুষ্টি এমন একটা রত্ন ভান্ডার, যা কখনও শূন্য হওয়ার আশঙ্কা নেই।
  • প্রয়োজনাতিরিক্ত সকল বাহুল্য বর্জন করে চলা সর্বোত্তম ধার্মিকতার আলামত।
  • পরামর্শ একটি আমানত বিশেষ। অন্যায় পরামর্শ দান আমানতের খেয়ানত করার শামিল।
  • অনাচার পরিত্যাগ করাও একটি সদকাতুল্য সৎকর্ম।
  • লজ্জাশীলতা অফুরন্ত কল্যাণের উৎস।
  • সুস্বাস্থ্য এবং অবকাশ এমন দুটি নেয়ামত, যা সকলের ভাগ্যে জুটে না।
  • মিতব্যয়িতা অর্ধেক রোজগারের সমতুল্য।
  • বুদ্ধির বাড়া কোন সম্পদ নেই।
  • শুদ্ধভাষিতা ও সুবচন সর্বোত্তম ভূষণতুল্য।
  • মুর্খতার চেয়ে বড় বিড়ম্বনা আর কিছু হতে পারেনা।
  • বিনয় মানুষকে বড় করে।
  • দানে কখনও সম্পদ কমে না।
  • অন্যের দুরাবস্থা দেখে খারাপ মন্তব্য করোনা। তুমিও অনুরূপ দুর্দশায় জড়িয়ে পড়তে পার।
  • সিরকা যেমন মধুর সব গুণাগুণ বিনষ্ট করে দেয়, তেমনি দুশ্চরিত্রতা ব্যক্তির সকল বৈশিষ্ট্য ধূলায় লুটিয়ে দেয়।

-আহমদ আল ফিরোজী