মুক্তার মালা
- মানুষের চালচলন যখন আল্লাহর সন্তুষ্টির পথে শুরু হয়, তখন শত্রুরাও তার বন্ধুতে পরিণত হয়। -হযরত সুলাইমান (আঃ)।
- সুরের মূর্ছনায় যে অন্তর প্রভাবিত হয়ে পড়ে, সেটি রোগগ্রস্থ। এর চিকিৎসা অপরিহার্য। -হযরত দাউদ (আঃ)।
- ধন-সম্পদের অহমিকা থেকে বিরত থাক। কে জানে যে, আজ রাতেই তোমার জীবন শেষ হয়ে যাবে কিনা। -হযরত ঈসা (আঃ)।
- তওবা করা বৃদ্ধের পক্ষেও প্রশংসনীয় কাজ। -হযরত আবু বকর (রাঃ)।
- গোপন কথা যে ব্যক্তি মনের মধ্যে দাফন করে রাখতে পারে, সে তার নিরাপত্তা নিজের কব্জায় রাখতে সমর্থ হয়। -হযরত ওমর (রাঃ)।
- অনেক ক্ষেত্রে অপরাধীকে ক্ষমা করে দেয়ার ফলে অপরাধীকে আরও ভয়ঙ্কর করে তোলে। -হযরত উসমান (রাঃ)।
- নফল কাজ করতে গিয়ে যদি কোন ফরজ কাজে বাধা সৃষ্টি হয়, তবে বিনা দ্বিধায় তা ছেড়ে দাও। -হযরত আলী (রাঃ)
- একজন মুসলিম নারীর জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছেন নবী নন্দিনী হযরত ফাতেমা জোহরা (রাঃ)। নারী জীবনে পরিপূর্ণতা আনতে হলে হয়রত ফাতেমার জীবনাদর্শ নিয়ে চিন্তা-ভাবনা করা প্রয়োজন। -আল্লামা ইকবাল।
- নেক লোকের সৎসর্গ সৎকর্ম অপেক্ষা উত্তম। মন্দলোকের সান্নিধ্য মন্দকাজের চেয়েও ক্ষতিকর। -খাজা মুঈনুদ্দিন চিশতী (রাহঃ)।
- যে ব্যক্তি সামনে অগ্রসর হতে ভয় পায়, পশ্চাদপসরণ তার ভাগ্যলিপি হয়ে দেখা দেয়। -ইমাম গাজ্জালী (রাহঃ)।
- পিতা মাতার খেদমতের দ্বারা রিযিক বৃদ্ধি হয়, আর ওস্তাদের খেদমত দ্বারা আমলে বরকত হয়। -মাওঃ যাকারিয়া (রাহঃ)।
- তওবা ব্যতীত ইবাদত পূর্ণতা প্রাপ্ত হয় না, কেননা আল্লাহপাক তওবাকে এবাদতের আগে উল্লেখ করেছেন। -ইমাম জাফর সাদেক (রাহঃ)।
- আল্লাহ তা'আলা যাদেরকে স্বাস্থ্য ও সম্পদ দান করেছেন, তাদের ওপর এ দু'টি নেয়ামতের শুকর করা ওয়াজিব, শুকরের পন্থা হচ্ছে, গরীব ও অসহায় মানুষের সাধ্যমত সেবা করা। -মারুফ কারখী (রাহঃ)।
- একটি পূণ্য অন্য পূণ্যের পথ প্রশস্ত করে। অনুরূপ পাপ পাপকে ডেকে আনে। -হযরত ওরওয়া (রাহঃ)
- মেয়েদের মন হয় অনুভূতিপ্রবণ এবং নরম। সে কারণে তাদের ওপর ভাল মন্দ দুটিরই প্রভাব অত্যন্ত তীব্র হয়ে থাকে। সুতরাং মেয়েদের যদি যথা সময়ে সুশিক্ষা দেয়া না হয়, তবে এর বিষ ফল পিতা মাতাকে দুনিয়া ও আখেরাতে সমভাবে ভোগ করতে হয়। -আহমদ ইবনে হাম্বল (রাহঃ)।
- সে ব্যক্তিই সর্বাপেক্ষা বড় পাপী, যে নিজেকে সকল পাপ পঙ্কিলতার উর্ধ্বে মনে করে। -আল্লামা জামী (রাহঃ)।
- দোজখে যাওয়ার মতো কাজ করে বেহেশতে যাবার আকাংখা পোষণ করা সর্বাপেক্ষা বড় আহম্মকি। -ইয়াহইয়া মায়াজ (রাহঃ)।
- বর্তমান অবসরটুকুকেই তোমার জীবনের শেষ ফুরসত বলে গণ্য করো। -হযরত শিবলী (রাহঃ)।
- সুইয়ের অগ্রভাগ দিয়ে খুঁচিয়ে পাহাড় ধসিয়ে দেয়া অন্তর থেকে অহংকার অপসারণ করার চেয়ে বোধ হয় সহজ কাজ। -আবুল হাসেম সূফী (রাহঃ)।