কবিতা
পাগলের প্রলাপ
কাজী হায়াত মাহমুদ
-----------------------------
যারা সত্যকে নিয়ে করে বাড়াবাড়ি
তার মত নেই বোকা,
সে তো নিজেরই পায়ে কুড়াল মারেগো,
আত্মাকে দেয় ধোকা।
তার নষ্ট হয়েছে বিবেকের মাথা
হিসেবে করেছে ভুল।
সে নয়তো মানুষ হয় নরাধম
যারে দংশিছে বিষহুল।
ছাগলের খাদ্য পাগলের প্রলাপ,
দেখে শুনে হাসি পায়,
মৃগী রোগীর ঔষধ কি-তা,
জানে সবে নিশ্চয়।
এ নিয়ে মোরা আহেতুক শুধু,
বিব্রত হব কেন,
মুসলিম যারা খোদা ছাড়া তারা
পরোয়া করে না কোন।
দিকে দিকে ঐ শুনি হৈ চৈ
নারকীয় কারসাজি,
এসো এই বেলা, করি মোকাবেলা,
জীবন রাখিয়া বাজি।
********************************************
জাগো মুজাহিদ
আবদুল হালীম খাঁ
----------------------------------
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে সেই যে কবে থেকে,
বন্ধু তুমি ঘোষণা শোননি? চোখ-কান কি রেখেছ ঢেকে?
জগত ও জীবন সম্পর্কে তোমার ভীষণ অবহেলা,
অলসতা আর ঘুমেই কাটিয়ে দিলে সারা বেলা।
বন্ধু তুমি শুনে নাও আজ শুনে নাও ওগো ফের
তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হকের বিরুদ্ধে বাতিলের।
এ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে অনেক অনেক আগে,
বন্ধু, তুমি কেন যে জানো না ভীষণ দুঃখ যে লাগে।
দ্যাখো দ্যাখো চলছে যুদ্ধ সবই বাতিল এক প্রাণ,
অথচ দন্দ্ব কলহে বিচ্ছিন্ন হয়ে আছে শুধু মুসলমান।
তাই বাতিলের হাতে মুসলিমরা দিকে দিকে খাচ্ছে মার,
যে দিকে তাকাই সেদিকে শুনি মুসলিমের হাহাকার।
মুসলমানের খুনে আজ সারা বিশ্ব লালে লাল
বন্ধু তুমি এ দৃশ্য বসে বসে দেখবে আর কতকাল?
এখনো তুমি শোননি কি সেই নকীবের আহবান
যত মতভেদ থাক ‘আল-কুফরু মিল্লাতুন ওয়াহেদাহ’।
কে কোথায় আছো জেগে ওঠো হাতে হাতে রাখো হাত,
যাও ভুলে যাও যত কিছু আছে ভাইয়ে ভাইয়ে সংঘাত।
ঘরে ঘরে মহলে বাতিলেরা পড়েছে ঢুকে,
‘জাগো মুজাহিদ’ সময় এসেছে দাঁড়াতে হবে যে রুখে।
*****