JustPaste.it

জ্ঞান-বিজ্ঞানের আসর

সংখ্যায় সাধারণ জ্ঞান!

 

৪৯

* সুলতান সালাহউদ্দীন আউয়ুবী ৪৯ বছর বয়সে ১১৮৭ হিজরীতে বায়তুল মুকাদ্দাস পুনঃর্দখল করেন।

* টিপু সুলতান ৪৯ বছর বয়সে শাহাদাত বরণ করেন। ১৭৫০ খৃঃ তিনি মহিশুরের জন্মগ্রহণ করেছিলেন। শাহাদাত বরণ করেন ১৭৯৯ খৃষ্টান্দের ৪ঠা মে।

* দ্বিতীয় মহাযুদ্ধে মিত্রশক্তির পক্ষে ৪৯টি দেশ জোটবদ্ধ হয়েছিল।

* সম্রাট আকবর দিল্লীর সিংহাসনে ৪৯ বছর (১৫৫৬-১৬০৫ পৃঃ) অধিষ্ঠিত ছিলেন।

* আয়তনের হিসাবে কেমেরুন পৃথিবীর ৪৯তম দেশ।

* কার্লমাক্স লিখিত “ডাস কেপিটেল' গ্রন্থখানা তার -৪৯ বছর বয়সকালে প্রথম প্রকাশিত হয়।

* চতুর্থ আগাখান ভ্রান্ত ইসমাইলিয়া ফের্কার ৪৯তম ইমাম।

৫০

হয়রত শীষ আলাইহিস্‌ সালামের উপর পঞ্চাশখানা সহীফা নাযিল হয়েছিল।

* যে কোন প্রতিষ্ঠানের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানকে “জুবলী' বলা হয়।

* পৃথিবীর ৫০% ফসফেট আফ্রিকায় উৎপাদিত হয়।

* পুরুষ লোকের মাথার মগজ গড়ে ৫০ আউন্স ওজনের হয়ে থাকে।

* পঞ্চাশ বছর বয়সী প্রতিটি লোকের প্রতিদিন ১০ মিলিগ্রাম 'আয়রণ' সেবন করতে হয়।

* সাধারণত মানুষের শরীরে ৫০ মিঃগ্রাঃ লবণ মওজুদ থাকে।

* দিয়াশলাইর প্রতিটি প্যাকেটে ৫০টি করে কাঠি থাকে।

* জন্ম থেকে নিয়ে মধ্যবয়সী প্রতিটি মানুষ সাধারণত ৫০টন খাদ্য আহার করে থাকে।

* সৌদী আরবের তায়েফ শহরটি মক্কা থেকে ৫০ মাইল দূরে অবস্থিত।

* তৈমুর বংশের ইতিহাস লেখার দায়িত্বে নিয়োজিত মির্জা গালিবকে মাসে ৫০ টাকা (বর্তমান মুদ্রামান হিসাবে ২৫,০০০ টাকা) ভাতা দেয়া হতো।

* গ্রীণল্যাণ্ড ডেনমার্কের অংশ বটে। মজার কথা হলো, ডেনমার্কের চেয়ে গ্রীণল্যাণ্ড আয়তনে ৫.৫০ গুণ বড়।

* লিয়াকত আলী খান ৫০ মাস ১ দিন মাত্র প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন!

* হয়রত আবূ বকর সিদ্দীক (রাঃ) প্রায় ৫০ বছর পর্যন্ত প্রিয় নবী (সাঃ)-এর সার্বক্ষণিক সঙ্গী হিসাবে ছিলেন।

* আয়তনের হিসাবে পাপুয়া নিউ গিনী পৃথিবীর ৫০তম ক্ষুদ্র দেশ।

* ৫০ বছর বয়সকালে মানুষের শরীরের শক্তি হ্রাস পেয়ে অর্ধেকে নেমে আসে।

৫১

* পৃথিবীর প্রথম মুসলিম নভোচারী সুলতান বিন সুলাইমান বিন, আব্দুল আযীয ১৯৮৫ সালে যে নভযানে চড়ে চাঁদে গমন করেছিলেন, সেটির -নাম ছিল, ৫১-জি।

* মাওলানা মুহাম্মাদ আলী জাওহার ৫১ বছর জীবিত ছিলেন।

* উম্মুল মুমিনীন হয়রত মাইমুনা (রাঃ) ৫১ হিজরীতে ইন্তেকাল করেন।

* বৌদ্ধ ধর্মাবলম্বীদের আত্মীক পুরুষ পঞ্চনন লামা ৫১ বছর বয়সে ১৯৮৯ খৃঃ ২৯শে জানুয়ারী মৃত্যুবরণ করেন।

* হয়রত ওমর ইবনে আস (রাঃ) ৫১ হিজরীতে ইন্তেকাল করেন;

* পানামা নদী ৫১ মাইল দীর্ঘ ।

৫২

* উম্মুল মুমিনীন হয়রত জয়নাব বিনতে জাহাশ ৫২ হিজরীতে ইন্তেকাল করেন।

* আদম শুমারীর তথ্য অনুযায়ী পাকিস্তান জনসমষ্টির ৫২% মহিলা।

* মেরাজ গমনের সময় প্রিয় নবী (সাঃ)-এর বয়স ছিল ৫২ বছর!

* জন্মগ্রহণের ৫২ সপ্তাহ পরে সাধারণত যে কোন শিশু কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারে ।

* আফ্রিকা মহাদেশে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা ৫২টি।

৫৩

* আমেরিকার ৫৩% জন লোক ধূমপানে আসক্ত।

* পৃথিবীতে ৫৩ টি নদীর দৈর্ঘ ১০০০ মাইলেরও বেশী।

* প্রিয় নবী (সাঃ) ৫৩ বছর মক্কায় বসবাস করেছিলেন।

* জিয়াউল হক ৫৩ বছর বয়সে পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পদ গ্রহণ করেছিলেন।

* পৃথিবীর ৫৩% কয়লা রাশিয়ায় উৎপন্ন হয়।

* ১৯৭৬ সালেও পশ্চিম জার্মানীর মোট ৩৪৩৬টি হাসপাতালের ৫৩%টি লাভহীন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিচালিত হত। 

* বিশ্ববিখ্যাত মুসলিম দার্শনিক ইমাম গাযালী (রাহঃ) ৫৩ বছর বয়সে ইন্তেকাল করেন। খোরাসানে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

৫৪

* সুলতান মুহাম্মাদ ফাতেহ ইস্তাম্বুল শহর ৫৪ দিন অবরোধ করে রাখার পর ১৪৫৩ খৃঃ ২৯শে মে পূর্ণ দখল করে নেন।

* পৃথিবীর সর্ববৃহৎ সাইকেল ফ্যাক্টরী রেলী ইণ্ডাষ্ট্রিজ লণ্ডনে অবস্থিত । ৫৪ হেক্টর জায়গার উপর এটি প্রতিষ্ঠিত।

* ৫৪ বছর বয়সে প্রিয় নবী (সাঃ)- এর সাথে হয়রত আয়েশা (রাঃ)-এর শুভ পরিণয় অনুষ্ঠিত হয়।

* কাবা শরীফের দেওয়ালের উচ্চতা ৫৪ ফিট ৯ ইঞ্চি মাত্র।

 

-উম্মে হানী