বিশ্বব্যাপী মুজাহিদদের তৎপরতা ও মুসলিম-বিশ্ব সংবাদ
আলজেরিয়ার ইসলামগন্থীরা একজন নয়া নেতা নিবাচিত করেছেন
আলজেরিয়ার ইসলামপন্থীরা ২৪ বছর বয়স্ক একজন তরুণকে নয়া নেতা হিসেবে নির্বাচিত করেছেন। তার নাম জুবাইরী। তিনি আফগানিস্তান ও বসনিয়ায় কৃতিত্বের সাথে বিভিন্ন যুদ্ধে অংশরহণ করেন। বর্তমানে চলমান সরকার বিরোধী মুজাহিদদের তৎপরতা বেগবান করার জন্য তাকে নেতৃত্বের দায়িত্বভার দেয়া হয়েছে। জনাব জুবাইরীর দায়িত্বভার গ্রহণ করার পর সরকারী বাহিনীর সাথে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে।
কাশ্মীরে মুজাহিদদের গুলিতে মেজরসহ ৫ ভারতীয় সৈনিক নিহত
গত ৫ই ডিসেম্বর কাশ্মীরে মুজাহিদের সঙ্গে তুমুল সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর ও আরো ৪ জন সৈনিক নিহত হয়েছে। নিহত এ মেজরের নাম সি মিস্ত্রা। পুলিশ বলেছে, রাজ্যের উত্তরাঞ্চলীয় বাদগাম জেলায় প্রচন্ড এ বন্দুকযুদ্ধে ৬জন মুজাহিদও শহীদ হন। পুলিশ জানায়, বিপুল সংখ্যক মুজাহিদ, ভারতীয় সৈন্যদের প্রতি গুলী চালালে এ-মেজরসহ পাচজন সৈনিক নিহত হয়। পরবর্তীতে আরো ৩জন আহত সৈনিক হাসপাতালে নেয়ার পর মারা যায়।
জাতিসংঘের ইতিহাসে এই প্রথম একজন মুসলিম মহাসচিব
জাতিসংঘের অর্ধশতাব্দীর ইতিহাসে এই প্রথম একজন মুসলমান মহাসচিব নিযুক্ত হয়েছেন। তিনি হলেন ঘানার কুটনীতিক কাফি আনান। তিনি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় ও বৃহত্তম, মুসলিম সম্প্রদায় থেকে প্রথম নিযুক্ত মহাসচিব। জাতিসংঘের ইতিহাসে তিনি সপ্তম মহাসচিব। আগামী ১লা জানুয়ারী তার ৫ বছর মেয়াদী কার্যক্রম শুরু হবে। তিনি বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা অপরেশন সংক্রান্ত জাতিসংঘের সহকারী মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
ইরাকের পুনরায় তেল রপ্তানী শুরুঃ ইরাকবাসী উল্লসিত
ছয় বছর বিরতির পর ইরাক আবার আন্তর্জাতিক তেলের বাজারে প্রত্যাবর্তন করেছে। গত ১০ই ডিসেম্বর থেকে ইরাক আবার পাইপ লাইনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার পেয়েছে। খাদ্যের বিনিময়ে তেল চুক্তির আওতায় জাতিসংঘ ইরাককে প্রতিদিন ৬ লাখ ব্যারেল তেল রপ্তানির অনুমতি দেয়। এ অনুমতি পাওয়ার পর সমগ্র ইরাক উৎসবে মুখর হয়ে উঠে। ইরাকীরা বন্দুকের গুলি ছুড়ে, গাড়ীর হর্ণ বাজিয়ে আনন্দ প্রকাশ করে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এ ঘটনার পর হ্রাস পেতে শুরু করেছে।
মিসর ও আমিরাতের দুই জাহাজ অস্ত্র বসনিয়ায় পৌঁছেছে
বসনিয়ার ফেডারেশনের সামরিক বাহিনীর জন্য মিসর ও সংযুক্ত আরর আমিরাত থেকে পাঠানো দুই জাহাজ ভর্তি অস্ত্র আড্রিয়াটিকের বন্দর প্লোসে গিয়ে পৌঁছেছে বলে জানা গেছে। মুসলিম-ক্রোট ফেডারেশনের প্রতিরক্ষাকে মজবুত করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য এ অস্ত্র পাঠানো হয়েছে। মিসর থেকে জাহাজে করে এসেছে ২৪টি দূরপাল্লার হুইটজার ক্ষেপণান্ত্র, ১৮টি বিমান বিধবংসী কামান। আমিরাত থেকে এসেছে ১৬টি ১০৫মিলিমিটারের হুইটজার ও তার গোলা বারুদ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেদেশ থেকে আসবে ৪২টি এএমএক্স ট্যাংক, ৪৪টি সামরিক সাজোয়া যান।
খৃষ্টধর্ম অপেক্ষা ইসলাম দ্রুত গতিতে প্রসারলাভ করছে
সম্প্রতি ইসলামের উপর যে আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল তার রিপোর্ট উল্লেখ করে ফ্রাঙ্কফুটার আলেগমেরইন একটি জামার্ন পত্রিকার যে উদ্ধৃতি দিয়েছেন তা' থেকে জানা গিয়েছে যে, যদিও বর্তমান বিশ্বে খৃনস্টানের সংখ্যা মুসলমানের চেয়ে বেশি তবু জনসংখ্যা বৃদ্ধিতে ইসলাম খৃষ্টানধর্মকে ছাড়িয়ে গিয়েছে।
ফ্রাঙ্কফুট বলেছেন যে, বর্তমানে মুসলমানের সংখ্যা ১.২ বিলিয়ন। বর্তমান শতাব্দীর শেষের দিকে তা' বেড়ে দাড়াবে ১.৬ বিলিয়নে। বর্তমানের সংখ্যা ১.৫ বিলিয়ন । তার মতে বিশ্বে মুসলিমদের সংখ্যা খৃষ্টানদের অপেক্ষা দ্রুতগতিতে বাড়ছে।
বিশ্বে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ হচ্ছে খৃষ্টান। এদের মধ্যে ৯০০ মিলিয়ন (৯০ কোটি) হচ্ছে ক্যাথলিক এবং ৩৩০ মিলিয়ন (৩৩ কোটি) হচ্ছে প্রোটেস্টাট। স্পাইগেল নামক একটা জার্মান সাপ্তাহিকে বলা হয়েছে যে, মুসলমানরা হচ্ছে জার্মানের সর্বপেক্ষা বৃহত্তম ধর্মীয় সংখ্যালুঘ। সম্প্রতি ১০০,০০০ জন জার্মান ইসলাম কবুল করেছেন। তাদের অর্ধেকই হচ্ছে নারী। সারা দেশব্যাপী ৭০০ টি মসজিদে তারা মুসলমানদের সঙ্গে নামাজ পড়েন!
জেরুজালেম ইসলাম ও মুসলমানদের সম্পত্তি
_মিশরের মুফতি শেখ নাসের ফরিদ
মিসরের নতুন মুফতী শেখ নাসের ফরিদ ওয়াসেল জেরুজালেমের উপর ইহুদীদের অধিকার প্রত্যাখ্যান করে বলেছেন “জেরুজালেম সম্পূর্ণরূপে মুসলমানদের, ইহুদীরা জেরুজালেমকে যে তাদের চিরস্থায়ী রাজধানী বলে দাবী করছে তা' অগ্রহণযোগ্য।” মিসরের অর্থনীতি বিষয়ক দৈনিক আল-রাম আল-ইয়াত্তম পত্রিকা তার উদ্ধৃতি দিয়ে বলে, ইহুদীরা জেরুজালেমকে তাদের বলে দাবী করে যে বক্তব্য-বিবৃতি দিয়ে যাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কারণ, জেরুজালেম সম্পূর্ণরূপে আরব ও যুসলমানদের এখতিয়ারাধীন।
মুফতী বলেন, “জেরুলজালেম দু' হাজার বছর ধরে আরব নগরী ছিল এবং আরো ব্যাপার হচ্ছে এই যে, এখান থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আল্লার দিদার লাভের জন্য মেরাজে গিয়েছিলেন”।
তিনি বলেন, “সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে, হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলআইহে ওয়াসাল্লাম সব নবী রাসূলের নেতা। তাই জেরুজালেমের উপর মুসলমানদের সার্বিক কর্তৃত্বের প্রশ্নে কোন বিতর্কের অবকাশ নেই।”
তিনি জোর দিয়ে একথাও বলেছেন যে, “ইসলাম ইহুদী ও অ-ইহুদীর মধ্যে কোন পার্থক্য করে না। “তিনি. বলেন “ইসলাম শান্তিবাদী ইহুদীদের বরণ করে নেয় তবে মুসলমানদের মানবাধিকার লংঘনের দায়ীদের নয়।”
যুক্তরাষ্ট্রের উপর তুরস্ক ক্ষুব্ধ
মার্কিন বিলম্বে ক্ষুব্ধ তুরক্ক বলেছে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০টি অতিরিক্ত কোবরা হেলিকপ্টার কিনতে আর আগ্রহী নয়। ওয়াশিংটন এসব হেলিকপ্টারের প্রতিশ্রুতি দিয়েছিল। তুরস্ক ও মার্কিন সামরিক কর্মকর্তারা গত বছর এসব হেলিকপ্টার সরবরাহে সম্মত হয়েছিলেন কিন্তু ওয়াশিংটন এগুলো সরবরাহে বিলম্ব করছে। সম্ভবত গ্রীসের সঙ্গে তুরস্কের দীর্ঘ বিরোধের প্রেক্ষিতে এসব হেলিকপ্টার পাঠানোর ক্ষেত্রে ওয়াশিংটন সময়ক্ষেপণ করছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও এসব হেলিকপ্টার না পাওয়ার কারণে তুরস্কের সামনে এখন একমাত্র পথ হচ্ছে ক্রয়ের অনুরোধ প্রত্যাহার করা।
মুসলমানরা আমেরিকায় দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়
যুক্তরাষ্ট্রে এখন এক হাজারেরও বেশি মসজিদ রয়েছে যার মধ্যে তিন-চতুর্থাংশ স্থাপিত হয়েছে ১৯৮০ সালে। আমেরিকার মুসলিম জনগোষ্ঠির বর্তমান সংখ্যা হচ্ছে আনুমানিক ৫০ লাখ থেকে ৬০লাখ। -মুসলমানরাই আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়। অভিবাসন, আমেরিকায় জন্মগ্রহণ এবং ধর্মান্তরিতকরণের কারণে ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্রততম বর্ধিত ধর্ম। তাদের ক্রমবর্ধমান সংখ্যার ফলে তারা এখন আমেরিকার শহর এবং নগরে উদীয়মান কণ্ঠস্বরে পরিণত হয়েছে।
ইসলাম ধর্মানুসারীদের জীবন, পরিচয়, মূল্যবোধ এবং নৈতিকতা গঠনের বিষয়টি অনুধাবনের প্রশ্নটি এলে দেখা যায় যে, অধিকাংশ আমেরিকানই এ সম্পর্কে তুলনামুলকভাবে ওয়াকিবহাল নয়। অধিকাংশ আমেরিকান মুসলিম ধর্ম বিশ্বাস এবং সংস্কৃতির সাথে তেমন একটা পরিচিত নয়। অনেক মুসলিমই তাদের খাদ্যাভ্যাস, পোশাক এবং অন্যান্য ধর্মীয় প্রয়োজনীয়তা তাদের শিক্ষক এবং চাকরিদাতাদের কাছে ব্যাখ্যা করে থাকে।
গ্রন্থনাঃ ফারুক হোসাইন খান