কবিতা
=================================================
চল্ জেহাদে চল্
প্রিন্সিপাল এ, এফ, সাইয়েদ আহমদ খালেদ
----------------------------------------------
এই দুনিয়ায় চলার পথে আমরা নহি ভীরু,
খোদার হাবিব পেয়ারা নবী মোদের শিক্ষাগুরু।
নেই সংশয়, করিনা ভয়, রক্তচক্ষু গোমরাহির,
ভয় করিনা বদলা নিতে অত্যাচারী খুন পিয়াসীর।
মুসলিম মোরা, যুদ্ধভূমি মোদের খেলার মাঠ,
আল-কুরআনের বাণী মোদের নিত্য দিনের পাঠ।
সারা বিশ্বে আহাজারী আজ অতীত ভোলা মুসলিমের,
মরণজয়ী বীর মুজাহিদ আজো ঘুমে রয় বিভোর।
সাগর পারে বসনিয়া রক্তে নাওয়া মুসলমান,
করুণ কান্না আর সহেনা হৃদয়মূলে ডাকছে বান।
জিন্দা তরুণ বীর মুজাহিদ শোন্ পাতিয়া কান,
জিহাদ তরে যাবার লাগি কররে তোরা পণ।
পুতুল বাদের আখড়া ভারত হানছে আঘাত কাশ্মীরে,
ইহুদ’বাদের নগ্ন ছবি ফিলিস্তিনের সবখানে।
পশ্চিমা দেশ ভারী খুশি মুসলমানের দুর্গতিতে
ষড়যন্ত্রের জাল ফেলেছে বিশ্ব মুসলিম উৎখাতে।
লাখো লাখো ভাই বোনেরা বার্মা সেনার অত্যাচারে,
এইতো সেদিন চলে এল মোদের দেশের অভ্যন্তরে।
আফগানিস্তান করতে মুক্ত “ফারুকী” সহ তরুণরা,
উল্কাসম ছুটে গেল শহীদ হয়েও অমর তাঁরা।
বীরের জাতি বীরের জ্ঞাতি শক্তি মোদের অল্প নয়,
উল্কাসম ছুটে চল শক্ৰমারার কল্পনায়।
অতীত কথা অতীত স্মৃতি ইতিহাসের সাক্ষ্য হয়,
ইসলামেরই বিজয় গাঁথা ছড়িয়ে আছে বিশ্বময়।
কাঁদে ভাই, মা-বোন কাঁদে, কাঁদে সারা মুসলিম জাহান,
আর বসে নয়, যাত্রা কর মুসলমানের রাখতে মান।
জিহাদ বেশে সাজতে হলে এইত সময় মোক্ষম,
বেঈমানীর ধ্বংস সাধন করতে মুসলিম নয় অক্ষম।
হাজার নজীর এরূপ আছে আর করনা দেরী,
তরুণ তাজা বীর মুজাহিদ সব হয়ে যাও তৈরী।
‘বাঁচলে গাজী মরলে শহীদ’ এইতো হলাে জিহাদ বিধান,
এই দুনিয়ায় জিহাদ ছাড়া মুসলমানের নাইকো এাণ।
═──────────────═
ভুলের খেসারত
কাজী হায়াত মাহমুদ
-------------------------------
আপন করেছি শত্রু মোরা,
শত্রুকে করেছি জ্ঞাতি।
বিজয়ী জাতির বদলে তাইতো,
হয়েছি বিজিত জাতি।
অর্ধ দুনিয়া শাসন করেছে,
মহাগৌরবে যাঁরা।
আজ কেন সেই মুসলিম জাতি,
পথ চলে দিশেহারা।
সত্যকে মোরা ডুবাতে বসেছি
মিথ্যাকে উর্ধ্বে তুলে।
বেদ্বীনের সাথে সঙ্গি করিয়া,
পড়ে আছি মহাভুলে।
ভুলতে বসেছি হাদীসের কথা,
কুরআনের অমীয় বাণী।
তাইতো মোদের জীবনে এসেছে,
সীমাহীন পেরেশানী।
আল্লাহর ওপর ভরসা ছাড়িয়া,
মানুষ করেছি প্রভু।
ঘোর অন্ধকারে হাবুডুবু খেয়ে,
শিক্ষা হয়নি তবু।
ঈমানে আমলে মুসলমান যখনই,
আল্লাহকে ভুলে যায়।
বিজাতির কাছে তখনই তাদের,
নেমে আসে পরাজয়।
কুরআনের আলাে জ্বেলে চার দিক,
মুছে ফেলে আত্মগ্লানী।
আসিবে সেদিন কাটিবে বিপদ,
দুর হবে পেরেশানী।
═──────────────═
কবরেতে যেতে হবে
মুঃ আঃ গনি খান
-------------------------------
বেগুনাহ হইয়া সবে কবরেতে যাও,
কবরের আজাব কেহ দেখিতে না পাও।
সে বড় কঠিন জায়গা কিন্তু উপায় নাই
সকলেরই অবশ্যই যেতে হবে ভাই।
যেতে হবে, যাবে সবে, যাওয়ারই মতন
পাপ কার্য পরিহারি চলাে সর্বক্ষণ।
সর্বত্রই দেখো সবে আল্লাহর নিদর্শন,
তাহাতেও বান্দা তোমার ভরেনাকো মন।
মোদের তরে দিয়েছেন আল্লাহ পাক কুরআনের বাণী,
আখেরাতে না হয় মোদের কোনই পেরেশানী।
আল্লাহ পাকের আদেশ মোরা কেমনে ভুলে যাই
পাপের মাঝেতে কাল কেমনে কাটাই।
ভাল মন্দ বুঝবার মোদের দিয়েছেন আকল
ইবাদাতে কেমন করে হইবো গাফেল।
কুরআন হাদীস কেমন করে করি অবিশ্বাস,
ইহার ফল যে হবে ভাই কতই নাভিশ্বাস।
সব কাজেরই মাওলার কাছে হিসাব দিতে হবে,
দুনিয়ার ছলাকলা বুঝবে তখন সবে।
কবরের কথা তাই স্মরণ করো ভাই,
প্রথম মঞ্জিলেই যেন ঠেকে নাহি যাই।
******