JustPaste.it

আমাদের পরিচয়

কাজী হায়াত মাহমুদ

 

আমরা তাদের দলে

কালেমার বাণী মুখে নিয়ে যারা নির্ভয়ে পথ চলে।

যারা আল্লাহকে মানে মহা মহিয়ান,

'মানে নাকো বাধা পাহাড় সমান।

যারা সত্যের পথে চির আগুয়ান নেই ভয় নেই ভীতি,

'আমরা তাদের একই কাফেলার আমরা তাদেরই সাথী।

সে যে আমাদের ভাই,

'অন্তরে যার আল্লাহ্‌ ছাড়া আর কারো ভয় নাই।

জেহাদ করিতে দ্বীনের পথে,

যারা সদা প্রস্তুত এ জীবন দিতে।

ইসলাম যার জীবনের চেয়ে -অধিক মূল্যবান

পৃথিবীর বুকে একই সুতে গাথা আমরা মুসলমান।

মুসলিম সেই সে বীর

পার্থিব কোন শক্তির কাছে নত করে নাকো শির।

করে না আপোষ মিথ্যের সাথে,

রাখে নাকো হাত বাতেলের হাতে।

চলে ফেরা যার বীর বিক্রমে সকল শংকা ভুলি,

যারা রাখে মান পবিত্র কুরআন উর্দ্ধে, আকাশে তুলি।

হলে দরকার ধরে তলোয়ার জেহাদে ঝরায় খুন,

ধর্মের পথে শক্তি যাদের বেড়ে যায় বহুগুণ।

যাদের মাথায় মিথ্যের বোঝা বয়ে চলে অভিশাপ,

কেমনে তারা করবে মোদের শক্তির পরিমাপ।

 

উত্তর

অনিরুদ্ধ আলম

 

সারাদিন বসে আলী কী যে চুপচাপ ভাবে

কিছুই যায়নাকো বোঝা তার হাবভাবে।

হুট করে একদিন ডেকে বলে আব্বাকে,

এ্যাতো বড়ো পৃথিবীটা বানিয়েছে বাববা কে?

তাই শুনে আব্বুর হাসি পায় ফিক করে

বললেন উত্তর শুনে রাখো ঠিক করে।

পৃথিবীর যতো কিছু সব আল্লাহর গড়া

চাঁদ তারা নীহারিকা সূর্যও তার গড়া।

 

তোমাদের কবিতা

 

কুরআন পড় জীবন গড়

ফরিদুল আলম

 

আয়রে আয় ভাই বোনেরা আয়রে আয় সবাই

আলিফ, বা. তা শিখতে হলে মক্তবেতে যাই।

আলিফ. বা, তা, শিক্ষা করা অতিসহজ হয়

পড়তে যেতে সিলেট পেন্সিল সঙ্গে যদি লয়।

আলিফ. বা. তা: শিক্ষা করা কুরআন পড়ার পথ

কুরআন পড়ে আমল করে আমরা হব সৎ।

শুদ্ধ মত কুরআন পড়ে আমল করবে যারা

মৃত্যুর পরে কবরেতে শান্তি পাবে তারা।

 

 

 

মিটে নাকো সাধ

মোহাঃ ওসমান গনি

 

জিহাদের পয়গাম নিয়ে এলো

জাগো মুজাহিদ।

যখন তাকে হাতে পাই

বারে বারে চুমু খাই,

এত পড়া পড়ি তাকে

তবু স মিটেনাকো সাধ ।

এসো মোরা তরুণ ভাই

জাগো মুজাহিদ পড়ি সবাই।

 

 

 

 

 

বিদ্রোহী মন

কাওছার রাব্বী

 

মানবতার খাতিরে

উগ্র, আদিম আত্মার

প্রলয়ঙ্কারী রূপ দেখতে চাই।

কর্তব্যের তাগিদে

নৃশংতার পতন ঘটাতে চাই।

অধিকার ফিরে পেতে

মহাদানবদের নাস্তানাবুদ করতে চাই।

মোর নেই কোন সংশয়

নিপীড়িত হবার ভয়

বিভীষিকাময় ছোবল হানতে চাই।

বিদ্রোহী মনে তাই

বাতিলের পথ যাত্রায় রণ ব্যুহ রচনা করতে চাই।