JustPaste.it

জিহাদে যোগদান করতে দেয়া হয়নি কাদেরকে?


জিহাদে যোগদান করতে দেয়া হয়নি কাদেরকে?
Abu Abid 
https://82.221.139.217/showthread.php?23163

মুমিনদের মধ্যে দুইটি শ্রেণি আছে ১) খাটি মুখলিছ মুমিন ২)মুনাফিক মুমিন,(তারা মুখে স্বীকার করে কিন্তু তাদের অন্তর অবিশ্বাস করে)। সুতরাং অনুমতি নিতে আসা মুমিনদেরকে সত্য-মিথ্যা যাচাই-বাছাই না করে অনুমতি দেয়া ঠিক না।

عَفَا اللّٰہُ عَنۡکَ ۚ لِمَ اَذِنۡتَ لَہُمۡ حَتّٰی یَتَبَیَّنَ لَکَ الَّذِیۡنَ صَدَقُوۡا وَتَعۡلَمَ الۡکٰذِبِیۡنَ

(হে নবী! ) আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। কারা সত্যবাদী তোমার কাছে তা স্পষ্ট হওয়া এবং কারা মিথ্যাবাদী তা না জানা পর্যন্ত তুমি তাদেরকে (জিহাদে শরীক না হওয়ার অনুমতি কেন দিলে?
—আত তাওবাহ্ - ৪৩

আর যদি মুনাফিকরা তোমাদের সাথে যায় তারা তোমাদের মাঝে ফেতনা সৃষ্টি করবে নিশ্চিত। আর দূর্বল সরলমনা মুমিনরা তাদের ফেতনায় নিপতিত হওয়ার আশঙ্কাও আছে। সুতরাং বিভ্রান্তি সৃষ্টিকারী মুনাফিকদেরকে যুদ্ধের ময়দানে নেয়া যাবে না।

لَوۡ خَرَجُوۡا فِیۡکُمۡ مَّا زَادُوۡکُمۡ اِلَّا خَبَالًا وَّلَا۠اَوۡضَعُوۡا خِلٰلَکُمۡ یَبۡغُوۡنَکُمُ الۡفِتۡنَۃَ ۚ وَفِیۡکُمۡ سَمّٰعُوۡنَ لَہُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالظّٰلِمِیۡنَ

তারা তোমাদের সঙ্গে বের হলে তোমাদের বিভ্রান্তিই বৃদ্ধি করত আর তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটাছুটি করত। তোমাদের মধ্যে এদের জন্যে কথা শুনার লোক আছে। আল্লাহ্ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত।
—আত তাওবাহ্ - ৪৭