কবিতা
=====================================================
মরণ খেলা
মুঃ আঃ গনি খান
---------------------------------------------
কুয়োর মাঝে কতক ব্যাঙ করছে কোলাহল,
তাই শুনে যে বালক দলের হলো কৌতুহল।
কুয়োর কাছে গেল তারা ঢেলা নিয়ে হাতে
মহানন্দে ছুড়ছিল তা ব্যাঙ গুলোরই গায়ে।
সেই আঘাতে পড়তেছিল ব্যাঙগুলো সব মারা
বালকেরা দেখে তাহা হেসেই আত্মহারা,
একটি ব্যাঙ জেগে বলে, শুনো বালক দল,
তোমাদের খেলায় মরে যাচ্ছি আমর যে সকল।
তোমাদের এই আনন্দ খেলা মোদের মৃত্যুবাণ,
দয়া করে এই খেলাটির কর অবসান।
একের খেলা অন্যের কাছে মৃত্যুর কারণ
আল্লাহ পাক কি খেলতে তাহা করেননি বারণ।
পরিহার করে যারা এমন নিষ্ঠুর খেলা,
আল্লাহর কাছে তাদের তবে ইনাম আছে মেলা।
-----
ফিরে এসো ঘরে
এস, এম, আবদুছ ছালাম আজাদ
---------------------------------------
ভূলে যাব বেদনা
ফিরে এসো ঘরে
করে দেব ক্ষমা
নেব বুকে তুলে।
আদর্শের মনি মুক্তা জমা তবে ‘ধর্মে’
আছে বল তব বাহু বর্মে,
আছে প্রেম, মৈত্রী, ঐক্য, শান্তি
নেই যাতে মিথ্যা কোন ভুল ভ্রান্তি।
শয়তানের ফাঁদে পড়ে
ফেলেছে ভুল করে
সে ভুলের জন্য কর অনুতাপ
ফিরে এসো ঘরে।
-----
অভিযান
মুহাম্মদ ছানাউল্লাহ (দুদু)
---------------------------------------
আবার মোরা নতুন করে
পুণ্য জ্ঞানে ধন্য হয়ে,
অতীত ব্যাথা ভুলে গিয়ে
গড়বো জীবন নতুন করে।
রইব না আর ঘরের কোনে
বাহির হব দূর ভুবনে,
থাকব না আর সবার পিছে
যাবো মোরা সবার আগে।
মনে জেগেছে নতুন সাধ
ভুবন করব আলোকপাত,
তরুণ রবির রক্ত রেখা
ঐ আকাশে যায়রে দেখা।
কে বলেছে দুর্বল মোরা
অভিযানে আয়রে তোরা।
বাঁধা বিঘ্ন আসুক যত
এগিয়ে যাবো রীতিমত।
পথেই যদি আসে মরণ
স্বেচ্ছায় তাহা করব বরণ,
নও জীবনের চাই সন্ধান
তাইতো মোদের এই অভিযান।
-----
বিশ্বাস
মোঃ আজিজুর রহমান
---------------------------------------
মোরা মুসলিম মোরা যে বীর যোদ্ধা
দেখ চেয়ে ঐ আসিল জালীম খুনীরা।
ওরা চায় ধ্বংস
ওরা চায় খুন,
সকলেরে ওরা বানাবে বেদীন।
ওরে ভয় নাই,
ওরে ভয় নাই
মৃত্যুকে মোরা করি নাকো ভয়।
নির্ভয়ে প্রাণ যে করিবে দান
নাহি কেহ আর তার চেয়ে মহান,
ধর সবে কষি
ইসলামের অসি,
বিশ্ব করিব জয়।
আসুক মৃত্যু আসুক ভয়
আসুক দুঃখ আসুক লয়।
সহায় মোদের এক যে আল্লাহ
মুহাম্মাদ মোদের রাসূলুল্লাহ।
-----