JustPaste.it

কবিতা

===============================

 

জিহাদ ডেকেছে আজ

খান মুহাম্মদ শিহাব

 --------------------------------------

 জেগেছে আবার উথাল পাথাল

ফেনিল সাগরে ঢেউ,

হয়তাে আবার আসে সন্ধানী

সিন্দাবাদের কেউ।

 

ডুবেছে যেখানে কিস্তি তুফানে

গেছে ভেঙ্গে মাস্তুল,

কূফায় যেখানে হারিয়ে ঠিকানা

জিন্দেগী ভন্ডুল,

সেইখানে এসে থেমেছে কাফেলা

নয়া দৃঢ় প্রত্যয়ে।

 

জন্ম থেকেই দেখেছি আমরা

তলােয়ার দেয় ছায়া।

 

তাইতাে জানিনা সীমানা কোথায়

নেই জীবনের মায়া।

 

কেটেছে আঁধার রাত্রি তিমির

জিহাদ ডেকেছে আজ,

আফসােস যেন কাটে খালেদের

যুদ্ধের পড়াে সাজ,

উদ্বেগ ছেড়ে কাফেলার রশি

সম্মুখে চলাে টেনে।

 

জগাে মুজাহিদ খােলো তলােয়ার

দৃপ্ত মুক্তি পন,

জিহাদের তরে দিনে দিনে আজ

দৃঢ় থেকে দৃঢ় মন।

 

সফেদ তাজীর সােয়ারে এসেছে

জোয়ারের নােনা পানি

বুলন্দ ঢেউয়ের শিরে দোলে যেন

কাবার জিন্দেগানী,

আজকে হেরার জ্যোতিতে আবার

দুয়ার গিয়েছে ভরে।

 

  ═──────────────═

 

 

ঈদের দিনে

কাজী হায়াত মাহমুদ

  --------------------------------------

ছােট-বড়, ধনী-গরীব

                    এক দিলে সব একরাহে

মিলছে আজি, পড়বে নামায,

                    নেই ভেদা-ভেদ ঈদগাহে।

 

সবার সাথে সবাই আজি,

                    বলছে কখা প্রাণ খুলে।

 

ঈদের দিনের শিক্ষা এমন,

                    আসছে কাছে ভাই বলে।

 

খুশীর জোয়ার বইছে আজি,

                    ভুলতে পেরে হিংসা-দ্বেষ।

 

আজকে সবাই হাসি-খুশী,

                    এই হৃদয়ে লাগছে বেশ।

 

সবার সাথে মিলেমিশে

                    এক সাথে সব খায় খানা।

 

কারাে ঘরে যাইতে কারাে,

                    ঈদের দিনে নেই মানা।

 

কালাে ধলাে, মূর্খ-জ্ঞানী,

                    ধনী কিংবা গরীব লােক।

 

সবাই মােরা খােদার বান্দা

                    এটাই মােদের শিক্ষা হােক।

 

ঘরে ঘরে সবার প্রাণে

                    এমন মধুর মজার ক্ষণ

এই মােনাজাত করবাে আজি,

                    থাকে যেন আজীবন।

 

  ═──────────────═

 

 

 

জাহান্নামীর মরণ

ফখরুল ইসলাম জামালপুরী

 --------------------------------------

মুহাম্মদ (সাঃ) আখেরী নবী আমরা সবাই মানি,

                    তিনি নাকি শেষ নবী নন বলছে কাদিয়ানী।

 

নবুয়তের আসন নিয়ে করছে টানা-টানি,

                    বলে, আমি নবী, আমিই খােদা, ইংল্যাণ্ডের রাণী।

 

টাকার লােভে হয়ে বেহুশ বলছে যা-তা সব,

                    তারই সাথে চেলারাও তার করছে কলরব।

 

কখনও সে বলছে ডেকে আমিই তােদের রব,

                    খােদা তােদের আমিই জানিস, দাবী অভিনব!

কখনও বা বলছে ওহে শােনরে মুসলমান।

 

খােদার বেটা আমিই এযে তাঁরই অবদান।

                    আমিই রাসূল, আমিই নবী, আমিই মুহাম্মদ,

আমিই মূসা (আঃ) আমিই ঈসা (আঃ)

গােলাম আহাম্মদ।

 

জিব্রাইলও আমিই জানিস,

                    আমিই আজরাইল,

                    ইস্রাফিলও আমিই আবার আমিই মীকাইল।

 

শেষ যামানার মাহদী আমি খােদার বড় দান,

                    পাঠিয়েছেন আমায় তােদর দিতে পরিত্রাণ।

 

মুহাম্মদের (সাঃ) চেয়ে আরাে মর্যাদাবান ঢের,

                    গােলাম আহমদ কাদিয়ানী বলছি আমি ফের।

 

আমার উপর নেইকো কেহ খােদার বিবি হই,

                    প্রতিমাসে ঋতু আসে পুরুষ আমি নই।

 

ইত্যাদি সব প্রলাপ বকে নিল অভিশাপ,

                    নবীর মনে ব্যথা দিয়ে পাবে কভু মাফ?

নারাজ করে আল্লাহকে টাকার লােভে হায়!

                    কাফের হয়ে অবশেষে নিল সে বিদায়।

 

পাপের ফলে এমন সাজা পেল দুনিয়ায়,

                    মৃত্যু হল ডায়রিয়াতে ডুবে পায়খানায়।

 

 ═──────────────═