JustPaste.it

বিশ্বব্যাপী মুজাহিদদের তৎপরতা ও মুসলিম বিশ্ব সংবাদ

 

আব্বাস মাদানীর মুক্তি লাভ

আলজেরিয়ার সালভেশন ফ্রন্টের প্রধান আব্বাস মাদানীকে অবশেষে মুক্তি দেয়া হয়েছে। আলজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ব্রিদারের একটি সামরিক আদালত তাকে মুক্তি দেয়। ১৯৯২ সালে তাকে ১২ বছরের কারাদন্ড দেয়া হয়েছিল।

 

তুরস্কে নয়া সরকার গঠিত

মাসুদ ইলমাজের নেতৃত্বে তুরস্কে একটি নতুন ধর্মনিরপেক্ষ সরকার গঠিত হয়েছে। গত ১২ ই জুলাই পার্লামেন্টে ভোটাভুটিতে ২৭৮-২৫৬ ভোটে তার সরকার আস্থা অর্জন করে। মাসুদ ইলমাজ ইতিমধ্যে ধর্মীয় শিক্ষা নিয়ন্ত্রণ এ কড়াকড়ি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তার এ ঘোষণা ধর্মপ্রাণ মুসলমানদের মনে প্রচন্ড আঘাত হেনেছে। ধারণা করা হচ্ছে, ইসলামপন্থীদের কোনঠাসা করাই হবে তার সরকারের প্রধান কাজ

 

৯ জন ফিলিপাইনী সৈন্য নিহত

ফিলিপাইনের দক্ষিণ অঞ্চলের মিন্দানাও দ্বীপে এক যুদ্ধে মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের মুজাহিদদের হাতে ৯ জন ফিলিপাইনী সৈন্য নিহত হয়েছে। ১২ জুলাই কপ্টার ও ট্যাংক নিয়ে সৈনারা মুজাহিদদের সাথে যুদ্ধে লিপ্ত হলে এ ঘটনা ঘটে।

 

কুনদুজবাসীরা তালেবানদের সহানুভূতির সাথে সমর্থন দিয়ে যাচ্ছে

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় রাজধানী কুনদুজ দখল করে নেয়ার পর স্থানীয় মুজাহিদ কমান্ডারগণ তালেবানদেরকে সহানুভূতির সাথে গ্রহণ করে সমর্থন দিয়ে যাচ্ছে বলে তালেবান বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। তালেবানরা কুনদুজসহ কয়েকটি জেলা নিয়ন্ত্রণ করছে। এ অঞ্চলে তাদের সেনা সংখ্যা ৩ থেকে ৪ হাজারের মধ্যে রয়েছে। তালেবানদের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খায়ের সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, কুনদুজ বেশ শান্ত রয়েছে। এ শহরটি রাজধানী কাবুল থেকে উত্তরে ২২০ মাইল দৃরে। তিনি বলেন, স্থানীয় কমান্ডারদের আনুকূল্যে এ শহরটি তালেবানদের টহলরত সেনাবাহিনী দখল করে নিয়েছে।

 

রুশ নির্মিত জঙ্গী বিমান নিয়ে বিরোধী পাইলটের তালেবান পক্ষে যোগদান

আফগানিস্তানে তালেবান বিরোধী জোটের একজন বৈমানিক স্বপক্ষ ত্যাগ করে একটি রুশ -২২ জঙ্গী বিমান নিয়ে গত সোমবার তালিবান ইসলামী বাহিনীতে যোগ দিয়েছে। আফগান ইসলামিক প্রেস (এআইপি) একথা জানায়। স্বপক্ষত্যাগী বৈমানিক তার বিমান নিয়ে পূর্বাঞ্চলের জালালাবাদ শহরের বিমানবন্দরে অবতরণ করেন। এআইপি জানায়, বৈমানিকের নাম নকিবুল্লাহ লোগারি। উত্তরাঞ্চলে তালিবান বিরোধীদের শক্র ঘাঁটি মাজার-ই-শরীফ থেকে বিমানটি নিয়ে তিনি জালালাবাদে পৌঁছেন। বৈমানিক লোগারি তালিবান ইসলামী আন্দোলনের প্রতি আনুগত্যের অঙ্গীকার প্রদান করেছেন। উল্লেখ্য, তালিবান বাহিনী রাজধানী কাবুলসহ আফগানিস্তানের দু'তৃতীয়াংশ ভূখন্ডের নিয়ন্ত্রণ করছে।

 

সকল প্রবাসী আফগানীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা

আফগানিস্তানের তালেবান সরকার বিদেশে অবস্থানরত সকল আফগান নাগরিককে ক্ষমা ঘোষণা করেছে। এ ছাড়া ইরান ও পাকিস্তান অবস্থানরত সকল আফগান উদ্বাস্তুদের মর্যাদার সাথে নিরাপদে ফিরে আসার আহবান জানানো হয়েছে।

 

তালেবানদের হাতে তালেকান শহরের পতন

আফগানিস্তানের তালেবান বাহিনী গত ৩রা জুলাই রাব্বানীর সদর দফতর তালেকান শহর দখল করে নিয়েছে। তালেকান হচ্ছে তাখার প্রদেশের রাজধানী। এ অভিযানের সময় স্থানীয় কমান্ডাররা তালেবানদের পক্ষে যোগ দেয়। আভিযানে আহমদ শাহ মাসুদের ২০ জন সৈন্য নিহত ও ২৫০ জন গ্রেফতার হয়েছে বলে জানা যায়।

 

মালয়েশিয়ায় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ায় ৩ তরুণীর জরিমানা

মালয়েশিয়ার একটি ইসলামী আদালত অশোভন পোশাকে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের কারণে ৩ জন মালয়েশীয় মুসলিম তরুণীকে আর্থিক জরিমানা করেছে। সংবাদপত্র দি স্টার জানায়, শালিনা শারি ২৩, ননি মোহাম্মদ ১৯ ও ফাহিউ হানিম আহমদ ১৮-কে আদালত বিচারে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৬০ ডলার করে জরিমানা করা হয়েছে। এরা প্রত্যেকেই মডেল। তাদের সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের অপরাধে অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়, এই তরুণীরা খেলাধুলার পোশাক সুইমিং কষ্টিউম ও ইভনিং গাউন পরে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকালে তাদের শরীরের কিছু উম্মুক্ত অংশ প্রকাশো প্রদর্শন করে। উল্লেখ্য মালয়েশিয়ার আইনে মুসলিম মহিলাদের প্রকাশ্যে যথাযথভাবে শরীর ঢাকা পোশাকে বের হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

 

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর অবমাননার প্রতিবাদে হরতাল পালিত

গত ১৫ই জুলাই দেশব্যাপী হরতাল পালিত হয়। ইসলামী রাজনৈতিক দলগুলো রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর অবমাননার প্রতিবাদে এ হরতাল আহবান করেছিল। ডঃ আলী আসগর কতৃক রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে সন্ত্রাসী আখ্যা প্রদান, কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন কতৃক প্রণীত ধর্ম বর্জিত শিক্ষা নীতি বাতিল, ব্লাসফেমী আইন প্রণয়ন, আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি প্রদান এবং ফিলিস্তিনের হেবরনে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে অবমাননাকর পোষ্টার টানানোর প্রতিবাদে এ হরতাল ছিল রক্ত-রঞ্জিত, ঘাত প্রতিঘাতপূর্ণ। হরতাল আহ্বানের পর থেকেই চিহ্নিত মহল পত্র- পত্রিকা, বক্তৃতা-বিবৃতির মাধ্যমে হরতাল ঠেকাও অভিযানে নামে। হরতালের দিন ঘাদানী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী, ছাত্র সংগঠন ও পুলিশ একযোগে হরতালকারীদের ওপর চড়াও হয়। লাঠি, রড, ইটের টুকরো প্রভৃতির মাধ্যমে তারা হরতালকারী তৌহিদী জনতার ওপর আক্রমণ চালায়! টিয়ার গ্যাস, বাটন চার্জ প্রভৃতির মাধামে পুলিশ এক আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করে। বিভিন্ন দৈনিকের খবর অনুযায়ী পুলিশ বিনা কারণে শান্তিকামী হরতালকারীদের ওপর পৈচাশিক হামলা চালায়। এদিন প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলমান ও আশেকে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আহত হয়, গ্রেফতার হয় অনুরূপ সংখ্যক। সর্বশেষ খবর অনুযায়ী গ্রেফতারকৃতদের একাংশকে ছেড়ে দিলেও  বাকীদের আটক রেখে হয়রানি করা হচ্ছে।

 

আরব লীগ লিবিয়ার অবরোধ শিথিল করতে উদ্যোগ নিচ্ছে

আবর লীগ লিবিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার লক্ষ্যে কয়েকটি ব্যবস্থা সম্বলিত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করেছে। লীগের মহাসচিব নিউইয়র্ক সফরের সময় জাতিসংঘ মহাসচিব কফি আনানের নিকট এ প্রস্তাব পেশ করেন।

 

কাশ্মীরে একজন মুজাহিদ নেতার শাহাদাত লাভ

গত ৯ই জুলাই কাশ্মীরে একজন অন্যতম নেতাকে শহীদ করে দেয়া হয়েছে। তার নাম আসাদুল্লাহ মীর। তিনি ৮টি মুজাহিদ গ্রুপের এক জোটের নেতা ছিলেন। তাকে মারার জন্য পুলিশ পাঁচ লাখ রূপি পুরষ্কার ঘোষণ করেছিল। ভারতীয় সেনাবাহিনীর হেফাজতে থাকাকালে তাকে গুলি করে শহীদ করে দেয়া হয়।

 

*****