JustPaste.it

কবিতা

================================================

 

সোনার চেয়েও দামী

কাজী হায়াত মাহমুদ

------------------------------------------

এক যে ছিলেন মহামানব

সোনার চেয়েও দামী

সৃষ্টি কুলে তাঁহার মত

কেউ নেই আর নামী!

জ্ঞানে, গুণে সেই মানুষটি,

কেমন ছিলেন জানো?

ত্রি-ভূবনে তাঁহার তো আর

নেই তুলনা কোন।

তাঁহার মুখের কথায় সবে,

মুগ্ধ হয়ে যেত।

তাঁহার কাছে এলেই মানুষ

সোনার মানুষ হতো।

জীবনে তাঁর দোষ ছিল না

আমরা সবাই জানি।

তিনি ছিলেন সবের সেরা

সকল গুণে গুণী।

কাজে কথায় সকলের মন,

জয় করেছেন যিনি।

আর কেউ নন সেই মানুষটি,

বিশ্ব-নবী তিনি।

 

************

 

 

শুধু ভাবি

মুঃ আঃ গনি খাঁন

-----------------------------------------

তোমার কুদরাতের খোদা কোন সীমা নাই

সারা দিন উদাস মনে ভাবি শুধু তাই।

চন্দ্র, সূর্য, গ্রহ, তারা রেখেছ কেমনে ধরে,

যার যে পথে আপন মতে সবাই গমন করে।

তাইতো তাদের চলার পথে সংঘর্ষ না ঘটে,

কুদরাতেরই অন্যতম ভাবি ইহা বটে।

আকাশেতে জ্বলে নিভে তারকা রাজি,

বিজ্ঞানীরা গবেষণা করিতেছে আজি।

কত মানুষ পয়দা করছো দুনিয়ার পরে

কারও সাথে কারও আদল নাহি কভু মিলে।

মাতৃ-স্তনে দুগ্ধ আসে জন্মিবার আগে,

মাতৃ-পিতৃ স্নেহ ধারা কেমন সুধা লাগে।

ডিমের মাঝে বাচ্চা থাকে, হাওয়া কোথা পায়,

শুকনো বীজে অংকুর আসে তব করুণায়।

নদীর পানি কল কলিয়ে সাগর পানে ধায়,

সাগর পানি কেমন করে বৃষ্টি রূপে আয়।

দারুণ গ্রীষ্মে বহে তব শীতল বাতাস,

মুক্ত করে রেখেছো তুমি অসীম আকাশ।

শ্বাস প্রশ্বাসের লাগি তুমি দিয়েছ সমীরণ,

মোদের তরে সূর্য করে আলো বিকিরণ।

নিয়মিত আলো দেয় রাতের বেলা শশী,

অমানিশার পরে আসে পূর্ণিমার হাঁসি।

জীবের লাগি দিয়েছো তুমি পিপাসার বারি

মনে মনে ভাবি তুমি কত হেকমতকারী।

তোমার কুদরাত খোদা বর্ণিতে না পারি,

হর হামেশা তাই তব শোকর গোজার করি।

 

************

 

 

মোরা মুসলিম বীর

মোঃ আঃ হাই তমিজী

-------------------------------------

মোরা মুসলিম বীর,

মানিনা কোন বাঁধার প্রাচীর।

মানিনা মানিনা কোন মিথ্যার উচ্চশির,

মোরা মুসলিম বীর।

মোরা সত্যের পথ ধরে চলবই।

মিথ্যার জাল ছিড়বই।

আল্লার পথ ধরে চলবই

মিথ্যার প্রাচীর ভাঙ্গবই।

মোরা রাসূলের সিড়ি বেয়ে উঠবই।

মোরা সত্যের বিজয় আনবই।

মানিনা মানিনা কোন মিথ্যার প্রাচীর

মোরা মুসলিম বীর।

 

*************