JustPaste.it
User avatar
Safwan @Safwan313 · Mar 26, 2023

মোবাইল ট্র্যাকিং ও ডাটা স্টোরেজ
    ---- "বালাকোট মিডিয়া" ----

 

আপনার মোবাইলের নাম্বার এবং টাওয়ারে আপনার মোবাইলের জন্য বরাদ্দকৃত নাম্বার এই দুয়ের সমন্বয়ে আপনার অবস্থান চিহ্নিত করা হয়।

এই টাওয়ারগুলো আপনার গতিবিধির সম্পূর্ণ তথ্য, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মূল সার্ভার কম্পিউটারে পাঠিয়ে দেয়।

এই টাওয়ার যখন আপনার মোবাইল চিহ্নিত করে তখন সেটি আবার মোবাইলের ট্রান্সমিটারে একটি সংকেত প্রদান করে

এই সংকেতের মধ্যে প্রতিটি মোবাইলের জন্য একটি সুনির্দিষ্ট নাম্বার খাস থাকে তা শুধুমাত্র ঐ মোবাইলের জন্য খাস

এই টাওয়ার গুলো আপনার মোবাইলের সাথে ফোনের একটা যোগসূত্র স্থাপন করে এই টাওয়ার ট্রান্সমিটারে এই তথ্য সরবরাহ করে

এর ফলে মোবাইলটি কোথায় আছে না আছে একি চিহ্নিত করা সম্ভব হয় এবং আপনার বিভিন্ন জায়গায় অবস্থানকে আপনার জন্য বরাদ্দ ডাটাব্যাসে সংরক্ষণ করে রাখে

যে মুহূর্তে আপনার মোবাইল থেকে কোন ফোন করা হয় বা আপনার কাছে কোন ফোন আসে
এই ট্রান্সমিটার তখন আপনার ডাটাব্যাসে তখনকার যে অবস্থান সংরক্ষণ করা রয়েছে সেটাকে ব্যবহার করে

এভাবেই আপনার অবস্থান , সিরিয়াল নাম্বার এবং সিম প্রতিনিয়ত অনুসরণ করা হয় এবং সংরক্ষণ করা হয়

প্রতিটি ইলেকট্রিক উপকরণে একটি সুনির্দিষ্ট সিরিয়াল নাম্বার থাকে এবং মোবাইল ফোনের যে সব ইলেকট্রিক উপকরণ রয়েছে সেগুলোরও একটা পরিচিত নাম্বার আছে

আপনার মোবাইলের নাম্বার এবং টাওয়ারে আপনার মোবাইলের জন্য বরাদ্দকৃত নাম্বার এই দুইয়ের সম্বনয়ে আপনার অবস্থান চিহ্নিত করা হয়

আর এই নাম্বারগুলো একজন মোবাইল ব্যডহারকারীর পরিচিতি এবং এভাবেই সুক্ষভাবে তার অবস্থান নির্ণয় করা হয় । এই টাওয়ারগুলো আপনার গতিবিধির সম্পূর্ণ তথ্য সেবা প্রদানকারী প্রতি মূল‌ সার্ভারের কম্পিউটারে পাঠিয়ে দেয়

আর এখানে সার্ভারে আপনার তথ্য সংরক্ষিত থাকে আর এভাবেই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভার থেকে আপনার ইন্টারনেট ব্রাউজারের ইতিহাস , ফোন কলের তালিকা ও সকল ম্যাসেজসহ প্রতিষ্ঠানটি মোবাইলে বিভিন্ন সময়
অবস্থান খুঁজে পাওয়া যায়

আল্লাহ্*র রাস্তায় যুদ্ধরত সকল মুজাহিদের এটা জানা উচিৎ

 

তথ্য সূত্র :-
বালাকোট মিডিয়ার
মোবাইল ট্র্যাকিং ও ডাটা স্টোরেজ
সংক্রান্ত ভিড়িও অবলম্বনে

 

ভিডিওটি দেখুন এবং সকলের মাঝে শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিন।

ডাউনলোড লিঙ্ক: (৩৫ মেগাবাই)

https://banglafiles.net/index.php/s/2eFinyzerbDBmX7

 

https://anonym.to/?https://archive.o…lakotMedia.mp4

 

http://www.mediafire.com/file/r8zhaz...Media.mp4/file

 

___আপনার নেক দোয়ায় আমাকে শরীক করতে কখনো ভুলবেন না

 

আপনাদের নেক দোয়ায় নির্যাতিত উম্মাহ , বন্দীরত , যুদ্ধরত ও মামলারত ভাইদের কথা কখনো ভুলে যাবেন না