JustPaste.it

প্রশ্নোত্তরে

প্রিয় নবীর পবিত্র জীবন-১৫

 

প্রশ্নঃ কুবা মসজিদ নির্মাণের সময় প্রিয়নবী (সাঃ) সাহাবাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ছন্দাকারে কী পাঠ করেছিলেন?

উত্তরঃ তখন তিনি পাঠ করেছিলেন “সফল সেই ব্যক্তি যে মসজিদ নির্মাণ করে, উঠাবসা ও চলাফেরায় কুরআন পাঠ করে এবং রাতে জাগ্রত হয়ে ইবাদাত করে।”

 

প্রশ্নঃ কুবা মসজিদ নির্মাণ শেষে নবীজী (সাঃ) আনন্দের আতিশয্যে সাহাবাদের উদ্দেশ্য করে কী বলেছিলেন?

উত্তরঃ যে ব্যক্তি ভালোভাবে ওযু করে এই কুবা মসজিদে নামায আদায় করবে, সে এক উমরার সওয়াব পাবে।”

 

প্রশ্নঃ প্রিয়নবী (সাঃ) তাঁর জীবন উৎসর্গকারী সাহাবীদের নিয়ে সর্বপ্রথম কখন এবং কোথায় জামাতের সঙ্গে নামায আদায় করেছিলেন?

উত্তরঃ হিজরতের পর কুবা মসজিদে।

 

প্রশ্নঃ প্রিয়নবী (সাঃ) নবুওত প্রাপ্তির পর সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল, তার নাম কী?

উত্তরঃ কুবা মসজিদ। উল্লেখ্য যে, নবীজীর মক্কী জীবনে কোনো মসজিদ নির্মাণ করা হয়নি। জুমুআর নামায আদায় শেষে প্রিয়নবী (সাঃ) যখন বনু সালিমের এলাকা থেকে ইয়াসরিবের উদ্দেশ্যে রওয়ানা হন, তখন কোন ব্যক্তি তার উষ্ট্রীর লাগাম ধরে আবেদন করেছিল, হে আল্লাহর রাসূল! আপনি আমাদের এখানে অবস্থান করুন, সংখ্যায় আমরা অনেক, সামরিক সাজ-সরঞ্জামও আছে যথেষ্ট, প্রতিরক্ষা শক্তিতেও আমরা বেশ সবল। কিন্তু নবীজি (সাঃ) বলেছিলেন- ‘আমার উষ্ট্রীর পথ ছেড়ে দাও, ও আল্লাহর ই পক্ষ থেকে নির্দেশিত।’

 

প্রশ্নঃ বনু সালিমের মহল্লা দিয়ে অতিক্রমের সময় মহল্লার নেতারা নবীজি (সাঃ) এর নিকট কী আবেদন করেছিল?

উত্তরঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের শক্তি ও নিরাপত্তায় এসে পড়ুন।  (অর্থাৎ আমরা যথেষ্ট শক্তির অধিকারী এবং আপনার নিরাপত্তা দিতেও আমরা সক্ষম। অতএব, আপনি আমাদের আতিথেয়তা গ্রহন করুন।)

 

প্রশ্নঃ ইয়াসরিবে প্রিয়নবী (সাঃ) যার ঘরে অতিথি হয়েছিলেন, তার নাম কী?

উত্তরঃ খালিদ ইবনে যায়েদ (রাঃ), যিনি আবু আইউব আনসারী নামে প্রসিদ্ধ

 

প্রশ্নঃ প্রিয়নবী (সাঃ) এর মেজবান আবু আইউব আনসারী (রাঃ) এর বাড়িটি ছিল দোতলা। বলতে পারো, নিজের থাকার জন্যে নবীজি (সাঃ) কোন তলাটি পছন্দ করেছিলেন?

উত্তরঃ নিজের থাকার জন্য নবীজি (সাঃ) নীচের তলাটি পছন্দ করেছিলেন

 

প্রশ্নঃ মদীনা পৌঁছে প্রিয়নবী (সাঃ) আবু আইউব আনসারী (রাঃ) এর ঘরে অবস্থান করার পর তার আপ্যায়নের জন্য সর্বপ্রথম কী উপস্থিত করা হয়েছিল এবং যিনি তা নিয়ে আসেন, তিনি কে ছিলেন?

উত্তরঃ রুটি, ঘি ও দুধ দ্বারা প্রস্তুত বড় একটি পেয়ালা ভর্তি ছারীদ। হযরত যায়েদ ইবনে সাবিত (রাঃ) এর মা ছেলের মাধ্যমে তা প্রেরণ করেছিলন

 

প্রশ্নঃ হযরত আবু আইউব আনসারী (রাঃ) এর ঘরে অবস্থান কালে হযরত যায়েদ ইবনে সাবিত (রাঃ) নবীজি (সাঃ) এর জন্য ছারীদ নিয়ে এসেছিলেন, বলতে পারো, তার পরপরই আবার কার পক্ষ থেকে খাবার পাঠানো হয়েছিল?

উত্তরঃ হযরত সাদ ইবনে উবাদাহ (রাঃ) এর পক্ষ থেকে। তিনি ছারীদ এবং গোশত ভর্তি পেয়ালা প্রেরণ করেছিলেন।

 

প্রশ্নঃ নবীজি (সাঃ) কখন ও কোথায় একথা বলেছিলেন যে, আমার মিম্বর ও হুজরার মধ্যখানে জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান আছে এবং আমার মিম্বর হাউজে কাওছারের উপর অবস্থিত?

উত্তরঃ মসজিদে নববী নির্মাণ শেষে একটি খেজুর ডালকে মিম্বর আখ্যা দিয়ে তাতে হেলান দিয়ে নবীজি (সাঃ) এ কথা বলেছিলন

 

প্রশ্নঃ সে মসজিদের নাম বলো, যে মসজিদে এক রাকাত নামায পড়লে অন্য মসজিদে পড়া পঞ্চাশ হাজার নামাযের সওয়াব পাওয়া যাবে?

উত্তরঃ মসজিদে নববী।

 

প্রশ্নঃ সেই মসজিদের নাম বলো, যে মসজিদের নির্মাণ করার সময় নবীজি (সাঃ) সাহাবাদের সঙ্গে একত্রে কাজ করেছিলেন?

উত্তরঃ মসজিদে কুবা ও মসজিদে নববী।

 

প্রশ্নঃ মসজিদের নববীর আঙ্গিনায় যে ছাপড়াটি ছিল, বলতে পারো নাম কি?

উত্তরঃ সুফফা।

 

প্রশ্নঃ সুফফায় কারা বাস করতেন?

উত্তরঃ সে সব মহান সাহাবী, যারা দ্বীনের স্বার্থে ঘরবাড়ি ত্যাগ করে প্রিয়নবী (সাঃ) এর দরবারে এসে পড়ে থাকতেন। নবীজি (সাঃ) তাদের খাওয়া-পরার ব্যবস্থা করতেন। ইসলামের ইতিহাসে তাদের বিষ্ময়কর বহু ঘটনার উল্লেখ রয়েছে।

 

প্রশ্নঃ নবীজি (সাঃ) এর স্ত্রীদের বসবাসের ঘর কোথায় নির্মাণ করা হয়েছিল?

উত্তরঃ নবীজি (সাঃ) এর স্ত্রীদের বসবাসের জন্য মসজিদে নববীর পূর্ব পার্শ্বে ছোট ছোট কামরা নির্মাণ করা হয়েছিল

 

প্রশ্নঃ মসজিদের নববীর জন্য সর্বপ্রথম কে কাঠের মিম্বরের ব্যবস্থা করেছিল?

উত্তরঃ তামীম দারী (রাঃ)

 

প্রশ্নঃ মদীনায় কখন নবী করীম (সাঃ) সাহাবাদের বিশাল সমাবেশে ভাষণ দান করেন?

উত্তরঃ মদীনা আগমনের সাত মাস পরে।