JustPaste.it
User avatar
Goutam Sen @Goutam_Sen · Jul 30, 2022

চিকেন রেসিপিগুলি | চিকেন হান্ডি রেসিপি | চিকেন বার্বিকিউ রেসিপি | মশলা চিকেন ফ্রাই রেসিপি | চিকেন কষা রেসিপি | চিলি চিকেন রেসিপি।

 

চিকেন হান্ডি রেসিপি

a7b7ba6a17702b780d85a2234e662708.png

প্রথমে চিকেন ধুয়ে জল শুকিয়ে একটি পাত্রে নিন তারপর দুটি পিয়াঁজ কুঁচি করে কেটে চিকেনে অ্যাড করুন, টমেটো চার ভাগ করে কেটে চিকেনে অ্যাড করুন, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ গরম মশলা, ২ চা চামচ আদা বাটা, ২ চা চামচ রসুন বাটা , ৩ থেকে ৪ টি গোটা কাঁচা লঙ্কা , হাফ কাপ টক দই ও পরিমাণ মত লবণ ও হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিন।

 

চিকেন বার্বিকিউ রেসিপি

 

a89f407947be44b5d7a80697ba13ae5c.png

প্রথমে চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটি পাত্রে তিন চামচ বাটার নিন এবং লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা লবণ হলুদ দিয়ে একটি পেষ্ট তৈরি করুন। 

Read more https://www.khaoyadaoya.co/2022/07/---_0732052225.html