JustPaste.it

কবিতা

=====================================

 

সৈনিকের জবাব

আব্দুর রশীদ তারাপাশী

---------------------------------

দুরন্ত দিল ওয়ার

হাতে তলওয়ার

সম্মুখ পানে চলেছে একেলা নির্ভিক প্রাণ

নেই বুঝি আজ ওর হাত হতে শত্রুর ত্রাণ

 

থামো মুজাহিদ

হবে গো শহীদ

কাঁদিবে বিশ্ব হারিয়ে তোমায় ব্যাকুলা জননী প্রায়

একে একে এভাবে শুনবে ক'দিন হায় হায় হায়।

 

 বলে জোর ওয়ার

কোথা তলওয়ার

শয়তান আজ উঠিছে তাতিয়া যেন দুর্বার

ঈষৎ আঘাতে করে আসি ওর শির চুরমার।

 

বলে শের দিল

ওরে বুজ দিল

কান্নার সুর লাগে যদি তোর বা খারাপ

জানিস তাহলে উপরে তোর পড়েছে অভিশাপ।

 

আজ প্রতিকার

আজ অধিকার

প্রতিষ্ঠা করার এসেছে সময়, মিথ্যার অবসান

করতে তুমিও হাতে তুলে নাও অসি খর-শান।

 

আজ নয় প্রতিবাদ

আজ হয় জেহাদ

এসো-ভেঙে চুড়ে কল্পিত ভ্রষ্ট যত মতবাদ

ফুকারি বিশ্বে মুসলিম জাতির ব্জ্র নিনাদ

আল -জিহাদ আল-জিহাদ

জিন্দাবাদ - জিন্দাবাদ।

 ═──────────────═

 

পূণ্যবান

আবিদ রাজ্জাক

-------------

কোন সে গানে প্রেমের টানে

সুখের হাওয়া বয়,

আল্লাহ মহান তার গুনগান

গাইলে জগৎ ময়।

 

কথায় কাজে জগৎ মাঝে

খাঁটি মুসলমান

জীবন চলায় পথ খুঁজে পায়

সেই তো পূন্যবান।

হৃদয় প্রাণে আল্লাহ মহান

জীবন চলায় হাদীস কুরআন

আমরা মেনেছি,

জিন্দেগানীর উৎকর্ষে

পাক নবীজীর আদর্শে

সত্য জেনেছি।

 

সত্য থেকে নড়বো না

মিথ্যেটাকে ডরবো না

থাকবো অবিচল,

মিথ্যাচারের হবে শেষ

দেখবো নিজের বিজয় বেশ

সত্য অবিকল।

 

সত্যটাকে আনবো ধ্যানে

আল-কুরআনের নীতি জ্ঞানে

জীবনটাকে গড়বো,

সত্যের জয় বিশ্ব জোড়া

অন্যায়ের সাথে মোরা

চিরদিন লড়বো।

 ═──────────────═

 

 

আমরা সেই সে মুসলমান

আ, খ,  ম, মাহবুব

-------------------------

নীরব আকাশের তলে,

নির্জন বনানীর পাদদেশে,

অন্ধকার রজনীর নিস্তব্ধতার মাঝ,

প্রভুর সন্তুষ্টির গাহিয়া গান,

পথ চলিছে এক দল নির্ভীক মানব সন্তান।

 

সমুদ্রের মত গভীর,

পর্বতের মত অটল,

আকাশের ন্যায় নির্বিকার

প্রশান্ত চিত্তে শত্রু পানে অগ্রসরমান,

পথ চলিছে এক দল নির্ভীক মানব সন্তান।

 

চলিছে দুলিয়া দুলিয়া,

আরবী- বিশ্ব বীরপদ ভারে,

রৌদ্র কিরণে ঝলসিয়া উঠিল

শানিত নাঙ্গা তলোয়ার,

বর্শা ফলকে পত পত করে

উড়িছে বিজয় নিশান,

পথ চলিছে এক দল নির্ভীক মানব সন্তান।

 

নাই কো তাদের মনোভাব

বিরোধ দাঙ্গা সৃষ্টির,

সীমা লংঘনের দুরভিসন্ধি,

প্রতিশোধ গ্রহনের প্রবৃত্তি,

অনাবিল শান্তি সুখের দিচ্ছে আজান,

পথ চলিছে এক দল নির্ভীক মানব সন্তান।

 

গগন- পবন প্রকম্পিত করিয়া

ধ্বনি উঠিল "আল্লাহু আকবর"।

 

পুলকিত চিত্তে ঘোষণা করিল,

আমরা সেই সে মুসলমান,

পথ চলিছে একদল নির্ভীক মানব সন্তান।

 

 ═──────────────═