JustPaste.it

তাওহীদ

 

তাওহীদের সংগাঃ

আল্লাহ তায়ালার হকসমূহে একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা।

 

তাওহীদের প্রকারভেদঃ-

আহলে ইলমগণ তাওহীদকে তিন ভাগে বিভক্ত করেছেন। যথা নিন্মোক্ত।

 

১ | توحيد الربوبية (তাওহীদুর রুবুবিয়্যাহ)

২ | توحيد الألوهية (তাওহীদুল উলুহিয়্যাহ)

৩ | توحيد الأسماء و الصفات (তাওহিদুল আসমা ওয়াস সিফাত)

 

এই তিন প্রকারের দলীল একটি আয়াতের মধ্যেই পাওয়া যায়।

 

رَبُّ السَّماواتِ وَالأَرضِ وَما بَينَهُما فَاعبُدهُ وَاصطَبِر لِعِبادَتِهِ هَل تَعلَمُ لَهُ سَمِيًّا


তিনি আসমানসমূহ, যমীন ও এতদোভয়ের মধ্যে যা আছে তিনি তার রব। সুতরাং তাঁর ইবাদাত কর এবং তাঁরই ইবাদাতে ধৈর্যশীল থাক। তুমি কি তাঁর সমতুল্য কাউকে জান?

(সূরা মারিয়াম, আয়াত ৬৫)

 

সুতরাং  رب السموات والارض وما بينهما  আয়াতের এই অংশ দ্বারা তাওহীদুর রুবুবিয়্যাহ বুঝা যায়।

 

فاعبده واصطبر لعبادته আর এই অংশ দ্বারা তাওহীদুল উলুহিয়্যাহ বুঝা যায়।

 

 هل تعلم له سميا এই অংশ দ্বারা তাওদুল আসমায়ি ওয়াস সিফাত বুঝা যায়।

 

তাওহীদুর রুবুবিয়্যাহ

যেসকল গুণাবলী একমাত্র আল্লাহ তায়ালার জন্য খাস সেগুলোকে তাঁর জন্যই সাব্যস্ত করা। যেমনঃ- একমাত্র তিনি সৃষ্টিকারী, তিনিই একমাত্র রিযিকদাতা, তিনিই একমাত্র সকল ক্ষমতার অধিকারী  ইত্যাদি।

 

দলীলঃ-

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذي خَلَقَ السَّماواتِ وَالأَرضَ في سِتَّةِ أَيّامٍ ثُمَّ استَوى عَلَى العَرشِ يُغشِي اللَّيلَ النَّهارَ يَطلُبُهُ حَثيثًا وَالشَّمسَ وَالقَمَرَ وَالنُّجومَ مُسَخَّراتٍ بِأَمرِهِ أَلا لَهُ الخَلقُ وَالأَمرُ تَبارَكَ اللَّهُ رَبُّ العالَمينَ


নিশ্চয় তোমাদের রব আসমানসমূহ ও যমীন ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর আরশে উঠেছেন। তিনি রাতকে দ্বারা দিনকে ঢেকে দেন। প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে। আর (সৃষ্টি করেছেন) সূর্য, চাঁদ ও তারকারাজী, যা তাঁর নির্দেশে নিয়োজিত।জেনে রাখ, সৃষ্টি যার বিধান। আল্লাহ তায়ালা মহামান্বিত সকল জগতে পালনকর্তা। (সুরা আরাফ -৫৪)

 

তাওহীদুল উলূহিয়্যাহ

বান্দা স্বীয় কর্মের মাধ্যমে আল্লাহ তায়ালার একত্ববাদের স্বীকৃতি দেওয়া।বাহ্যিক ও আভ্যন্তরীণ সকল প্রকার ইবাদাহ তার জন্য করা। যেমনঃ- দু'য়া,ভয়,আশা,ভালবাসা, ভরসা,তাওবা ইত্যাদি সকল প্রকার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়া’লাকে একক মানা।

 

দলীলঃ-

يا أَيُّهَا النّاسُ اعبُدوا رَبَّكُمُ الَّذي خَلَقَكُم وَالَّذينَ مِن قَبلِكُم لَعَلَّكُم تَتَّقونَ


হে মানুষ! তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। (সূরা বাকারা- ২১)

 

তাওহীদুল আসমায়ি ওয়াস সিফাত

কোন ধরণের তাহরিফ (বিকৃতি সাধন), তা'তীল (নিষ্কৃয় সাধন) এবং তামছীল (সাদৃশ্য প্রদান) ব্যতিত কুরান সুন্নাহে বর্ণিত আল্লাহ তায়ালার নামসমূহ ও গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করা।

 

দলীলঃ-

فاطِرُ السَّماواتِ وَالأَرضِ جَعَلَ لَكُم مِن أَنفُسِكُم أَزواجًا وَمِنَ الأَنعامِ أَزواجًا يَذرَؤُكُم فيهِ لَيسَ كَمِثلِهِ شَيءٌ وَهُوَ السَّميعُ البَصيرُ


তিনি আসমানসমূহ ও যমীনের স্রষ্টা; তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া বানিয়েছেন এবং চতুষ্পদ জন্তু থেকেও জোড়া বানিয়েছেন, (এভাবেই) তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। তাঁর অনুরুপ কিছু নেই। আর তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। (সূরা শূরা আয়াত ১১)