JustPaste.it

অনুসন্ধানী প্রতিবেদনঃ

 

ইসলাম, রাসূল ও কুরআন সম্পর্কে এনজিও গােষ্ঠী ঔদ্ধত্বপূর্ণ প্রচারণা চালাচ্ছে

আবদুল্লাহ আল-ফারুক

===================================================================

 

        এনজিওরা ধর্ম নিয়ে টানা হেছরা করছে, এ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ওরা মুসলমান কর্মচারীদের অধস্থন এবং বেতনভুক্ত বলে তাদের ধর্ম বিশ্বাস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানেও নগ্নভাবে হস্তক্ষেপ করে চলছে। একটি মুসলিম দেশের বুকে বসে এত বড় স্পর্ধা প্রদর্শন নিশ্চয়ই ক্ষমার যােগ্য হতে পারে না। “ এইতাে কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকে সংবাদ শিরােণাম হয়েছে দিনাজপুরের এনজিও “দ্বীপশিখা”। ওরা তাদের অফিসে ভারতের স্বাধীনতা দিবসে ভারতীয় পতাকা উত্তোলন করেছে। ওরা অফিস ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে নামাজের আযান। কর্মচারীরা নীরবে নামায পড়তে পারলেও “দ্বীপশিখা” অফিসের চৌহদ্দীতে আযান দিতে পারে না। অন্য কোন সময় কর্মচারীদের টিফিনের ব্যবস্থা না থাকলেও রমজান মাসে দুপুর বেলায় বিনা মূল্যে ভাত খাবার ব্যবস্থা করে। কোন মুসলমান কর্মী রােজা রাখার জন্য খাবার গ্রহণ না করলে কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করে।”

(সাপ্তাহিক মুসলিম জাহান ১২ ই ডিসেম্বর, ৯১)

 

        “দিনাজপুরের মেনােনাইট সেন্ট্রাল কমিটি” এর বিরুদ্ধে জোরপূর্বক খৃস্টধর্ম প্রচারের অভিযােগ রয়েছে। সেখানকার ত্রাণকাজের পাশাপাশি রহস্যজনক তৎপরতায় নিয়ােজিত “ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ” নামের একটি সংস্থা ২৮ হাজার কর্মচারীর ২৫ হাজারই একটি বিশেষ সম্প্রদায়ের লােক। খুলনার “ওয়ার্ল্ড মিশনারী ইঞ্জিলিজম” নামক সংস্থার বিরুদ্ধে গরীবদের মধ্যে খৃষ্ট ধর্ম প্রচার ও তা গ্রহণের জন্য নির্যাতন চালানাের অভিযােগও রয়েছে। একই অভিযােগ রয়েছে “এসিষ্ট্যান্স ফর ব্লাউণ্ড চিলড্রেন ফ্রেন্ডস অব বাংলাদেশ” -এর বিরুদ্ধেও। ময়মনসিংহে “রেইবাে হাউস ইন্টারন্যাশনাল” নামের একটি সংস্থা। উপজাতীয়দেরকে কেন্দ্র করে রহস্যজনক তৎপরতায় নিয়ােজিত রয়েছে।”

 (মাসিক আর-রশিদ, জুলাই-আগস্ট ৯৩)

 

        “এ দেশে সকল ধর্মের লােকের সহ-অবস্থান এক উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন। প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে যাচ্ছে। অথচ এনজিওগুলাের সাম্প্রতিক তৎপরতা সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রচেষ্টা মাত্র। দারিদ্রের সুযােগে সাহায্যের নামে অশিক্ষা, কুসংস্কার আর দারিদ্র্য দূরীকরণের নামে চট্টগ্রামে, ময়মনসিংহের গাড়াে পাহাড় এলাকায় উপজাতীয়সহ সমগ্র বাংলাদেশে এরা। ষড়যন্ত্রের জাল বিস্তার করে আছে। ৪/৫ বছর আগে প্রকাশিত এক তথ্যে দেখা যায়, প্রতিবছর বাংলাদেশে ৫০০০ লােককে খৃষ্ট ধর্মে দীক্ষিত করা হচ্ছে অর্থনৈতিক দুর্বলতার সুযােগে। এ দেশকে তারা ধর্ম প্রচারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে। ছিনিয়ে নিচ্ছে এ দেশের নিরীহ মানুষের ধর্মীয় বিশ্বাসটুকু। এদের উদ্দেশ্যকে যত মহৎ বলেই প্রচার করুক না কেন, ওদের ঈশ্বরের নিকট ওরা যতই মঙ্গল কামনা করুক না কেন বাস্তবে ওদের কার্যকলাপ সম্পূর্ণ বিপরীত। লাখাে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বুকে অবস্থান করে এত বড় স্পর্ধা প্রদর্শনের সাহস কোথা থেকে পায়-এটাই জনগণের প্রশ্ন। কোন কালাে হাতের ইশারায় এরা এদেশের আইন কানুনকে বৃদ্ধাঙ্গলী প্রদর্শন করে এ বদ-সাহসে মেতে উঠেছে।”

(দৈনিক ইনকিলাব, ১৩ ই সেপ্টেম্বর ৯২)

 

        “ ঢাকা ও রংপুর-দিনাজপুরে সেবারত ১২ কারিতাস, S.C.F এসব সংস্থার কাজ কর্ম ও উদ্দেশ্য সম্পর্কে কিছু কিছু প্রশ্ন উঠেছে। এ ডি আর এস অর্থাৎ রংপুর দিনাজপুর সংস্থা সম্পর্কে অভিযােগ এই যে, এগুলাে সেবা সংস্থার নামে নিরীহ ও ধর্মপ্রাণ মানুষকে ধর্মান্তকরণ (Conversion) কাজে বেশী তৎপর। দিনাজপুরে কর্মরত কারিতাস একটি ইউরােপীয়ান সংস্থা, নিরীহ সাঁওতালদের সাহায্যের নামে খৃস্টান ধর্ম গ্রহণে উৎসাহিত করে। এ সংস্থা দিনাজপুরের সাঁওতালদের মধ্যে গণশিক্ষা কার্যক্রম প্রসারের পাশাপাশি খৃস্টান ধর্মান্তরিত করার কাজটিও সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে। অনুরূপ S.C.F. (Save The Children Fund)-ও পার্বত্য চট্টগ্রামে উপজাতীয়দের পুনর্বাসনের নামে ধর্মান্তকরণ প্রক্রিয়া চালাচ্ছে। কিছু কিছু এনজিওদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজ কর্মেরও অভিযােগ রয়েছে। অভিযােগে প্রকাশ, কারিতাস ও অন্যান্য সংস্থা অত্যন্ত সুকৌশলে বাংলাদেশী জাতিসত্তার পরিবর্তে অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদের প্রচার প্রচারণা চালাচ্ছে। এরা দোযখকে নরক নামে অভিহিত করছে। বাংলাদেশী নেতা নেত্রীদের পরিবর্তে এ সব সংস্থা ভারতীয় নেতাদের জীবনী শেখাচ্ছে এদেশী-শিশুদের। এরা বাংলাদেশী বই পুস্তকের পরিবর্তে ভারতীয় বই পুস্তক নির্বিচারে সেবামূলক অঞ্চলে সরবরাহ করছে। এ সব অভিযােগ মারাত্মক ধরণের। যদি এ সব অভিযােগ যথার্থরূপে প্রমাণিত হয়, তবে ধ্বংসাত্বক কার্য পরিচালনার দায়ে অভিযুক্ত সংস্থাগুলাের তৎপরতা বন্ধ করে দেয়া উচিত।”

(সাপ্তাহিক সােনার বাংলা, ৩১ শে জানুয়ারী, ৯২)

 

        “দেশে জাতীয় অনৈক্যের আগুন ছড়িয়ে দিয়ে গৃহযুদ্ধের উস্কানী, ইসলামী মূল্যবােধে বিশ্বাসী শ্রেণী ও আলেম সমাজের বিরুদ্ধে বিষােদগার করার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করা দু’টি দৈনিকই এখন অস্তিত্ব সংকটে নিমজ্জিত। এ দেশের খ্যাতনামা আলেম উলামা ও পীরদের চরিত্রের ওপর কালিমা লেপন করে ও পেছনে ফেলে আসা বিতর্কের কাসুন্দি ঘেটে নতুন প্রজন্মকে হানাহানির উস্কানী দিয়ে সস্তা জনপ্রিয়তা লাভের জন্য স্বঘােষিত মুক্তিযুদ্ধের চেতনাওয়ালা ব্যবসায়ী খালিদ হােসেনের দৈনিক ভাের এখন অন্ধকারে ঢেকে গেছে। দৈনিক ভাের এখন আর যথারীতি সূর্যলােক দেখার সুযােগ পাচ্ছে না। ভাের সম্পাদক খালিদ হােসেন তার এনজিও গণ উন্নয়ন ট্রাষ্টের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। ঐ অর্বাচীন তার কাগজে সর্বজন শ্রদ্ধেয় আলেম চরমােনাইর পীর মাওলানা সৈয়দ মােঃ ফজলুল করীমের বিরুদ্ধে অকথ্য ভাষায় প্রবন্ধ লেখা ও দেশ বরেণ্য আলেম উলামার বিরুদ্ধে অসংখ্য বেয়াদবী ও হুমকী প্রদানের পর গােটা জাতির অভিশাপ কুড়ায়। এই অভিশাপের পরিণতিতে দৈনিক ভােরের মৃত্যু ঘটেছে-বলতে গেলে আতুড় ঘরেই।

(সাপ্তাহিক মুসলিম জাহান, ৩-৯ ফেব্রুয়ারী ৯২)

 

খৃষ্টান ধর্ম প্রচার আবার সরকারকে চ্যালেঞ্জ করা, এয়ে চোরের বড় গলাঃ

         এনিজিও সেবাব্রতী প্রতিষ্ঠান এটাই এনজিওর একমাত্র পরিচয়। কিন্তু সম্প্রতি দেশে এনজিও সংস্থাগুলি সেবার নামে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। এনজিও ব্যুরাের নীতিমালায় বা সরকারী কোন আইনে কোন। এনজিওকে এদেশে ধর্ম প্রচার তৎপরতায় লিপ্ত হওয়ার অনুমতি দেয়া হয়নি। অথচ এদেশে অসংখ্য এনজিও খৃষ্ট ধর্ম প্রচারের ন্যায় অবৈধ তৎপরতায় লিপ্ত হয়েছে। এনজিও ব্যুরাের এক হিসেব মতে ধর্ম প্রচারে লিপ্ত এমন ৫২ টি এনজিওকে সনাক্ত করা হয়েছে। এরা এদেশে অবৈধ তৎপরতা চালাচ্ছে অথচ সরকারী কোন কর্মকর্তা তা তদন্ত করলে বা সে সম্পর্কে কৈফিয়ত তলব করলে উল্টো সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে। তাদেরকে এর বাধ্যবাধকতা সম্পর্কে প্রশ্ন তােলার দুঃসাহস দেখাচ্ছে।

 

এমনি একটি ঘটনা ঘটেছে যশাের এলাকায়ঃ

         “যশােরে দি স্যালভেশন আর্মি নামের এনজিও ৮ টি চার্চ স্কুল প্রতিষ্ঠা করে সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য তা উন্মুক্ত রাখে। নিয়মানুযায়ী সকল ধর্মের শিক্ষার্থীদেরকে নিজ নিজ ধর্ম শিক্ষার ব্যবস্থা করার কথা থাকলেও উক্ত ৮ টি চার্চ স্কুলে হিন্দু মুসলিমসহ সকল ধর্মের শিক্ষার্থীদেরকেই বাধ্যতামূলকভাবে খৃস্ট ধর্মের বই পড়ানো হচ্ছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং সরকারের এনজিও বিষয়ক ব্যুরাের পরিচালকও পৃথক পৃথকভাবে তদন্ত করেন। ফলে বিষয়টি সত্য বলে প্রমাণিত হয়। তদন্ত টীগুলাে হয়ত তাদের রিপাের্ট দিয়ে উর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রয়ােজনীয় সুপারিশও পেশ করেছেন। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। “দি স্যালভেশন আর্মি’র কর্মকর্তারা তদন্ত টীমগুলাের সাথে দুর্ব্যবহার করেছে এবং তদন্ত টীমকে সাফ সাফ জানিয়ে দিয়েছে যে, তারা বাংলাদেশ সরকারের পয়সায় চলে না, সুতরাং এ সম্পর্কিত কোন কৈফিয়তের জবাব দিতে তারা বাধ্য নয়। [দৈনিক ইনকিলাব, ১৩ ই সেপ্টেম্বর, ১৯৯২]

 

বেকারত্ব নিয়ে প্রতারণা ও ব্যবসাঃ

         কিছু কিছু এনজিও এদেশের মানুষের বেকারত্বের সুযােগ নিয়ে তাদের প্রতারিত করছে। চাকুরী দেয়ার নাম, শিক্ষার্থীদের দরখাস্তের সাথে নিয়ম বহির্ভূত পােষ্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট চেয়ে বিজ্ঞপ্তি দেয়। এছাড়া সমিতি করে সমিতির সদস্যদের নিকট থেকে জামানত, সদস্য ফিয়ের নামে টাকা আদায় করে থাকে। উন্নয়নের কথা বলে, বড় বড় পদে চাকুরীতে নিয়ােগ দান, সমিতির টার্গেট পূর্ণ করতে পারলে মােটা অংকের পুরুস্কার যেমন সেলাই মেশিন, মােটর সাইকেল দেয়া এবং প্রশিক্ষণ কোর্স করাবার কথা বলে সময়ক্ষেপণ করে যখনই একটা মােটা অংকের অর্থ জমা হয় তখনই এসব প্রতারক সংস্থা অফিস গুটিয়ে নিমিসে উধাও হয়ে যায়। এসব প্রতারণার ঘটনা এত ব্যাপক হারে ঘটছে যে, দেশে এসব সংস্থা “হায় হায় কোম্পানী” হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করছে। এসব হায় হায় কোম্পানীর খপ্পরে পরে এদেশের কত লােক যে প্রতারিত হয়েছে তার কোন হিসেব নেই। বেকারত্বের অভিশাপ থেকে বাঁচার জন্য মা তার গহনা বিক্রি করে তার সর্বস্ব সঞ্চিত সম্পদ তুলে দিয়েছে ছেলের হাতে, পিতা তার হালের বলদ, শেষ সম্বল জমি টুকরাে বিক্রি করে ছেলের হাতে টাকা তুলে দিয়েছে ছেলের চাকুরীর জামানত রাখার জন্য। কেউবা গ্রামের মহাজনের নিকট ভিটে মাটি বন্ধক রেখে ছেলের জামানতের টাকা যুগিয়েছে। কিন্তু প্রতারকরা মানবতার কোন মূল্য দেয়নি। একটা চাকুরী পেলে মা বাবার মুখে হাসি ফোটাতে পারবে বলে বেকার যুবকরা যে জামানত তাদের হাতে তুলে দিয়েছে তা নিয়েই রাতের আধারে তারা পালিয়ে গেছে, একটুও বিবেকে বাধেনি। পরে এই অসহায় মানুষগুলাের শেষ সম্বল নিয়েই তারা বিলাসিতার ফোয়ারা ছুটিয়েছে, সমাজে সেজেছে ভদ্রলােক। এদের প্রতারণার কিঞ্চিৎ নমুনা দেয়া হলঃ

 

        (১) ১৯৯০ সালের জুন মাসে ‘সিডাে’ নামের একটি এনজিওর জেলা সমন্বয়কারী এবং কেন্দ্রীয় কর্মকর্তাগণ বেকার যুবকদের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে তাদের থেকে গৃহীত জামানত, সমিতিভুক্ত করে সাধারণ মানুষদের নিকট থেকে আদায়কৃত সদস্য ফি ও সদস্যদের সাপ্তাহিক সঞ্চয়ের প্রায় ৪ কোটি টাকা নিয়ে গা ঢাকা দেয়। জুন থেকে জুলাই মাস পর্যন্ত দেশের অধিকাংশ দৈনিক পত্রিকায় ‘সিডাের’ বিভিন্ন জেলা থেকে আত্মসাৎকৃত অর্থের পরিমাণ এবং প্রতারণার সংবাদ ফলাও করে ছাপা হয়। ফলে দেশব্যাপী একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর ‘সিডের’ তথাকথিত কেন্দ্রীয় কার্যালয়ে ২৪, সিদ্ধেশ্বরী, ঢাকার ঠিকানায় যােগাযােগ করা হলে সেখানে প্রতারক চক্রের কাউকে পাওয়া যায়নি।

 

        (২) “ইউসেপ” নামে একটি এনজিওর এক ধরণের প্রতারণার খবর জানা গেছে কদিন আগে। তাদের পক্ষ থেকে শিক্ষক নিয়ােগের আবেদন পত্র চাওয়া হয়, সঙ্গে ২৫ টাকার ব্যাংক ড্রাফট। ১২ হাজার দরখাস্ত জমা পড়ে। আয় হয় তিন লাখ টাকা। নিয়ম হচ্ছে, কোন এনজিও চাকুরীর দরখাস্তের সময় কোন অর্থ চাইতে পারবেনা। কিন্তু ইউসেপ সেই নীতি মানেনি। আবার সবাইকে পরীক্ষা দেয়ারও সুযােগ দেয়া হয়নি। মাত্র ৫০০ জনকে পরীক্ষা দিতে ডাকা হয়। টাকা নেয়া হলে সবাইকে পরীক্ষার জন্য ডাকতে হবে এটা সরকারী নিয়ম। এর জন্য কোন ঘােষণা অবৈধ। একইভাবে ‘সমাজ উন্নয়ন কেন্দ্র’ একটি এনজিও প্রথমে দরখাস্তের সাথে টাকা চায়, পরে আবার ঘােষণা করে কোন টাকা নেয়া হবে না। কিন্তু তাদের অফিসে গেলে কৌশলে ২৫ টাকা আদায় করা হয়। ২৫ টাকা দিলে সঙ্গে সঙ্গে পরীক্ষা দিতে দেয়া হবে নইলে পরে ডাকা হবে। এইভাবেই বেকারত্ব নিয়ে চলছে এনজিওদের ব্যবসা।

(সাপ্তাহিক খবরের কাগজ, ২১ সে সেপ্টেম্বর ১৯৯৩)

 

        (৩) কিছুদিন পূর্বে এগ্রোফিসারীজ নামের একটি এনজিও দেশব্যাপী এর শাখা অফিস খােলে এবং কার্যক্রম চালু করার ঘােষণা দেয়। এতে চাকুরী দেয়ার নাম করে হাজার হাজার দরিদ্র, শিক্ষিত বেকার যুবক-যুবতী থেকে জামানতের নামে লক্ষ লক্ষ টাকা আদায় করে। জামানত নিয়েও চাকরি না দিয়ে এগ্রোফিসারীজ-এর কর্মকর্তা-কর্মচারীরা গা ঢাকা দেয়। দরিদ্র পিতার হালের বলদ, ভিটে-মাটি বিক্রি করা অর্থ জামানত বাবদ আদায় করে হাজার হাজার পরিবারকে সর্বস্বান্ত করে পথে বসিয়েছে ঐ সমাজ সেবা প্রতিষ্ঠান-এনজিও।

(দৈনিক ইনকিলাব, ১৩ ই সেপ্টেম্বর, ১৯৯২)

 

আয়েশা আবেদ ফাউন্ডেশন জুলুম, নির্যাতন, শোষণকারী একটি সংস্থার নামঃ

         আয়েশা আবেদ ফাউণ্ডেশন এনজিও সাম্রাজ্যে বহুল আলােচিত এবং ব্রাকের কর্ণধার ফজলে হােসেন আবেদ প্রতিষ্ঠিত আর একটি এনজিও। মৃত স্ত্রীর স্মরণে প্রতিষ্ঠিত এই এনজিও ফাউন্ডেশন নামে হলেও এনজিও হিসেবে এবং মহিলাদের উন্নয়নের নাম করে এর পুঁজি দাতা সংস্থার নিকট থেকে নেয়া হয়েছে। মূলত এটি কোন ফাউন্ডেশন বা এনজিও নয়। এটি একটি বাণিজ্য প্রতিষ্ঠান। মহিলাদের শ্রম শােষণ ও ব্রাকের সহযােগী হিসেবে ব্যবসার জন্য নিয়ােজিত হয়েছে এই সংস্থা। এনজিওদের অজ্ঞাতে যে গােপন তদন্ত হয়েছে সেই গােপন তদন্ত টিমের সুত্র থেকে (সাপ্তাহিক খবরের কাগজ ২১ শে সেপ্টেম্বর ৯৩ সংখ্যা)। এই সংস্থা সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তা হল,

 

        “এই সংস্থা শ্রমিক শােষণে গার্মেন্টেসের চেয়েও মারাত্মক। গ্রামীণ মহিলাদের শ্রম শােষণে সম্ভবত এদের উপরে আর কেউ উঠতে পারেনি। এরা মহিলা সমিতির মাধ্যমে কুটির শিল্পের কাজ করায়। বলা হয় তাদের কাজের লভ্যাংশের মালিক তারা নিজেরাই। এমন ভাওতাবাজী আর হয় না। এদের সমিতির মহিলাদের কাপড়, সুতাসহ প্রয়ােজনীয় জিনিস সংস্থার পক্ষ থেকে সরবরাহ করা হয়। এরা হাতের কাজ করে দেয় যা দেশে ‘আড়ং’ নামে সেন্টারে গলা কাটা দামে বিক্রি করা হয়। যেমন, একটি ভাল পাঞ্জাবীতে হাতের কাজের জন্য একজন মহিলা পায় ৬০ টাকা। কমপক্ষে দু'তিন দিন লাগে। একজন দক্ষ নারী শ্রমিক দিনে ১২/১৪ ঘন্টা পরিশ্রম করে ৭/৯ শ’ টাকা পায় মাসে। রাজবাড়ির আহলাদিপুর গ্রামে এই জাতীয় সমিতির সদস্যাদের মধ্যে অনুসন্ধান চালিয়ে জানা গেছে, এরা কেউ লাভ্যাংশ তাে দূরে থাক সঠিক পারিশ্রমিকও পায় না। বরং যা বলে তার চেয়েও কম দেয়। প্রতিবাদ করতে চাইলে বাদ দিয়ে দেয়ার হুমকি দেয়। ভয়ে তারা কেউ কিছু বলে না।

 

        সবাই বুঝে তাদেরকে শােষণ করছে কিন্তু তারা কিছু বলতে পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ গ্রামের একজন সদস্য ঢাকায় এসে দেখে গেছে তাদের নকশা করা কাপড় কত বেশী দামে বিক্রি করে। তাদের ধারণা তারা ৬০ টাকা পেলেও কেবল নকশার মাধ্যমে ব্রাক কমপক্ষে প্রতি পাঞ্জাবীতে ২/৩ শ’ টাকা লাভ করে। উবিনিগ নামে এনজিও'র মাধ্যমে কথিত বামপন্থী স্বামী-স্ত্রী অনুরূপ শােষণের ব্যবসা দীর্ঘ দিন থেকে চালিয়ে আসছে। এই ভদ্র লােকেরা আবার শােষণের বিরুদ্ধে পত্র পত্রিকায় বড় বড় প্রবন্ধ লিখে ভাল মানুষ ও বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করে। ধানমণ্ডির একটি বাসায় এ রকম সেন্টার আছে। এদের নকশা করা কাপড় জিনিস পত্র বিদেশে রপ্তানী করা হয়। একজন দক্ষ নারী শ্রমিক ৯ শ’ আর অদক্ষ শ্রমিক ৩/৪ শ’ টাকা পায়। এদের অনেকে দূর দুরান্ত থেকে আসে। আসা যাওয়ার পেছনেই মাসে ২/৩ শ’ টাকা খরচ হয়ে যায়। তারা সবাই জানায় যে, তাদের খুব কষ্ট। কর্মকর্তারা তাদের সঙ্গে কুকুর, শিয়ালের মত ব্যবহার করে। এদের কথা অনুযায়ী যারা তাদের সঙ্গে পশুর মত আচরণ করে সেই ভদ্র মহিলারা সেমিনার-সভা-সমাবেশে মানবাধিকার ও শোষণের বিরুদ্ধে কথা বলে। তারা বলেছে, কেউ কেন্দ্র দেখতে আসলে আগে থেকে তাদেরকে শিখিয়ে দেয়া হয় কি কি বলতে হবে। নিজের অভাব অভিযােগের কথা বললে চাকুরি ছাটাই হবে। তারা ভয়ে কিছু বলতে পারে না। এজন্য কেউ আসলে তারা শুধু গুণগান করে। পত্র পত্রিকায় তাই লেখে।

 

        আমাদের মধ্যে দু'একজন পড়তে জানে। তারা ওসব পড়লে আমাদের রাগ হয় কত মিথ্যা কথা লিখেছে। যদিও আমরা ওসব ভয়ে বলি। একই ঘটনা গ্রামীণ ব্যাংকের চেক কাপড় প্রকল্পে। এরাই হলাে দারিদ্র দুরীকরণের জন্য সবচাইতে বেশী নিবেদিত। সে কারণে প্রকৃত চিত্র হলাে বছরে ২০ লাখ লােক চরম দারিদ্র সীমার নীচে নেমে যাচ্ছে।

 

অবিশ্বাস্য হলেও সত্য, এনজিওরা ঋণের নামে ড্রাকুলার ন্যায় মেহনতি মানুষের রক্ত চুষছেঃ

         এনজিওরা এদেশে ঋণদান কর্মসূচী চালাচ্ছে দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। দরিদ্র লােকেরা তাদের নিকট থেকে ঋণ নিয়ে ব্যবসা করে, ঘরবাড়ী মেরামত করবে, একটু ভাল ভাবে খেয়ে দেয়ে বাঁচতে পারবে। তাদের ছেলে-মেয়েরা শিক্ষিত হবে। সমাজে নিজের পায়ে নিজে দাড়াতে পারবে। মাঝখান থেকে এনজিওদেরও সেবা করা হল, দেশেরও উন্নতি হল। এ বক্তব্য এনজিওদের। একমাত্র এ উদ্দেশ্যে তাদের ঋণদান কর্মসুচী। কিন্তু বাস্তবে এনজিওরা ঋণদানের মাধ্যমে কিভাবে আমাদের সেবা (?) করছ তার কিছু নমুনা তুলে ধরছেন শ্রদ্ধেয় কলাম লেখক ও গবেষক রণজিৎ দাস সাপ্তাহিক খবরের কাগজে (২১ শে সেপ্টেম্বর ১৯৯৩ সংখ্যায়)।

 

        “সাধারণভাবে প্রায় সব এনজিওর সুদের হার ২০ ভাগ। এটি লিখিত। এই ২০ ভাগ সুদের হার দেশের বিদ্যমান সুদ হার থেকে নিঃসন্দেহে এক ধরনের শােষণ। সুদ নেয়ার জন্য গ্রহীতাকে প্রথমে গ্রুপভুক্ত করা হয়। প্রাথমিকভাবে গ্রুপ ভুক্তির কাজ করেন সংস্থার কর্মীরা। নিজের পছন্দমত বাছাই করা গ্রুপ গঠনের পর নিয়মিত সাপ্তাহিক সভা হয়। প্রতি সপ্তাহে প্রত্যেককে নূন্যতম এক টাকা এবং তার বেশী জমা দিতে হয়। এই টাকা গ্রুপ ফাণ্ডের নামে এসে জমা হয়। এক ধরনের মনস্তাত্ত্বিক প্রচারণা চালনাে হয় যে, গ্রুপ ফাণ্ডে যে যত বেশী জমা দিবে সে তত তাড়াতাড়ি ঋণ পাবে। ঋণ পাওয়ার আশায় গ্রপ ফাণ্ডে বেশী বেশী টাকা জমা হয়। শোষণ প্রক্রিয়া শুরু হয় এখান থেকেই। কম পক্ষে সাত সপ্তাহ পর ঋণ দেয়া হয়। এক অনুসন্ধানে দেখা গেছে রাজবাড়ী জেলার বিশ্বাসপাড়ার ৯ জন ২ থেকে ১২ মাস পর ঋণ পেয়েছে।

 

        মানিকগঞ্জে একজন ২৫ মাস সমিতি করার পর ঋণ পেয়েছে। কিন্তু টাকা তারা ফেরত পায়নি। অনেকে সেই টাকার আশা ছেড়ে দিয়েছে। ব্যক্তিগতভাবে তাদের ৫০/১০০ টাকা নিয়ে তেমন উদ্বেগ না থাকলেও এনজিওগুলাে কিন্তু মিলিতভাবে গ্রামীন গরীব মানুষের ৩০/৪০ কোটি টাকা আত্মসাৎ করে ফেললাে। তারপর আসা যাক আসল ঋণের দিকে। শোষণের মুল রহস্যটা এখানে লুকিয়ে আছে। বলা হয়, ২০ ভাগ হারে সুদ নেয়া হয়। ঋণ গ্রহীতারা কাগজে কলমে তাই জানে ; কিন্তু তারা বােঝে না আসল রহস্যটা কোথায়। প্রথমেই ঋণ দেয়ার সময় ১০ ভাগ (৫ % + ৫ %) টাকা কেটে নেয়া হয়। সঞ্চয় ও গ্রুপ ফাণ্ডের নাম করে ঐ টাকা কেটে নেয়া হয়। এই টাকা ব্রাঞ্চের নামে কেটে নির্দিষ্ট ফান্ডে ব্যাংকে জমা থাকে এবং সেখান থেকে সুদ পায়। এই ১০ ভাগ টাকার মধ্যে পুরাে টাকা ফেরৎ দেয়ার কথা থাকলেও গ্রুপ ফান্ডের টাকা কোথাও কেউ ফেরৎ পেয়েছে বলে জানা যায়নি। অনেকে ঐ টাকা ফেরত পাওয়ার জন্য পত্র পত্রিকায় লেখার আহ্বান জানান।

 

        লিখিত ২০ ভাগ ঋণের সঙ্গে আরাে ৫ ভাগ সুদ অলিখিতভাবে যােগ হলাে। আবার যে ১০ ভাগ টাকা কেটে রেখে দেয়া হলাে তার উপর ২০ ভাগ সুদ ঠিকই আদায় করা হচ্ছে। এখানে আরাে দু’ভাগ অলিখিত সুদ যোগ হলাে। ঋণ ব্যবহার করার আগেই মােট সুদের পরিমাণ দাঁড়ালাে ২৭ ভাগ। আবার সাপ্তাহিক সঞ্চয়ের সুদ ফেরৎ দেয়ার কথা থাকলেও তাও দেয়া হয় না। এখানে তাকে দু'ভাগ সুদ বঞ্চিত করা হচ্ছে। মােট সুদ দাঁড়ালাে ২৯ ভাগ। এই লুকায়িত সুদ বুঝতে হলে উদারহণ দিলে তা সহজ হবে। ধরা যাক, রহিমা নামের কোন ঋণ গ্রহীতার নামে। হাজার টাকা ঋণ মঞ্জুর করা হলাে। দেয়ার সময় ১০ ভাগ টাকা কেটে নিয়ে তার হাতে তুলে দেয়া হল ২৭ শ’ টাকা। তাকে এক বছরে ৩৬ শ’ টাকা কিস্তিতে শােধ দিতে হবে। টাকা হাতে পেলাে ২৭ শ’ কিন্তু শােধ দিতে হলাে ৩৬ শ’ টাকা। অর্থাৎ ৯ শ’ অতিরিক্ত। এরপর ঋণ নেয়ার পনের দিন পর থেকে কিস্তি দেয়া শুরু হলাে। ধরা যাক রহিমাকে প্রতি কিস্তিতে ৬০ টাকা দিতে হবে। এই কিন্তি হলাে সুদ ও আসল মিলিত। এই কিস্তিতে ৫০ টাকা আসল, সুদ হলাে ১০ টাকা। দ্বিতীয় সপ্তাহে ১০০ টাকার সুদ ২০ টাকা। অর্থাৎ মাত্র ১৫ দিন ১০০ টাকার ব্যবহার করে ফেরত দিতে হলো ১২০ টাকা। এ হিসাবে ১০০ টাকায় এক বৎসরের সুদ হিসেবে উঠে আসছে ৪৮০ টাকা।

 

        “এভাবে ১৫ দিনে যদি ১ কোটি টাকা ফেরৎ আসে তাহলে তার সুদ হিসেবে ফেরৎ আসবে ২০ লাখ টাকা। এই এক কোটি টাকার বাৎসরিক সুদের পরিমাণ দাঁড়ালাে ২০×২৪ লাখ টাকা। কারণ, ঐ ১ কোটি টাকা সারা বছর ব্যবহৃত হয়ে ২০ লাখ টাকা সুদ হিসেবে নেয়া হলে সুদের হার দাঁড়াতাে ২০ ভাগ। একই ব্যক্তি হিসেবে এই শুভংকরের ফাঁক কেউ বুঝতে পারছে না। নিজের ক্ষতিও সে বুঝতে পারছে না। ৬ মাস পর আসলের অর্ধেক টাকা এবং অর্ধেক টাকার ২০ ভাগ সুদ উঠে আসছে যদিও তা সারা বছর কাটার কথা। বছরের শেষ দিক পর্যন্ত শেষ কিস্তির টাকা খাটছে। এখানে অবশ্য একটি দ্বৈত প্রক্রিয়া আছে। টাকা শোষণের চেয়ে শ্রম শােষণের পরিমাণ বেশী। কারণ একদিকে এনজিও তার আসল টাকাসহ সুদ ফেরৎ পাচ্ছে অন্যদিকে ঋণ নেয়ার ৯০ ভাগ টাকার মালিক গ্রহীতা থেকে পাচ্ছে। মাঝে যে এনজিওর আকাশ চুম্বি লাভ তা গ্রহীতার শ্রম শােষণের মাধ্যমে ঘটেছে। এইভাবে হিসেব করলে দেখা যাবে, এনজিওগুলাে লাভ করছে ৪০ থেকে ৫০ ভাগ সুদের টাকা। এই টাকা শ্রমিকের। শ্রমের ফলে এই উচ্চমূল্যের সুদের জালে পড়ে অধিকাংশ মানুষ নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। ঘরবাড়ি ছাড়া হচ্ছে। বলা হয় জামানত ছাড়া ঋণ দেয়া হয়। অনুসন্ধানকালে দেখা গেছে, কথাটা ঠিক নয়। তবে জামানত ঋণদাতা নিয়ে যায় না গ্রহীতার কাছেই থাকে। কোন কারণে ঋণ দিতে ব্যর্থ হলে সেই সব জিনিস বিক্রি করে শােধ নেয়া হয়। তাদের ঋণ দেয়ার প্রত্যেকের কিছু অলিখিত শর্ত আছে-

 

        (১) যাদের সামান্য জমি আছে তাদেরকে প্রথম ঋণ দেয়ার জন্যে নির্বাচিত করা হয়। ঋণ দাতার লক্ষ্য থাকে, কোন কারণে ঋণ শােধে ব্যর্থ হলে ঐ জমির মাধ্যমে আদায় করা হবে। ২/১ জায়গায় অবশ্য এই জমি বিক্রি করে ঋণ শােধের ঘটনা ঘটেছে।

 

        (২) ঋণ দেয়ার সময় কর্মীরা ঋণ গ্রহীতার অস্থাবর সম্পদ যেমন, গাছ, গরু-ছাগল, ঘরে টিন আছে কি না তা দেখা হয় এবং মূল্য নির্ধারণ করে তাকে ঋণ দেয়া হয় এমনভাবে যাতে ঋণ দিতে ব্যর্থ হল ঐসব অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা আদায় করা যায়। এ জাতীয় ঘটনা প্রায়ই ঘটে। দেখা গেছে এ ঋণের জালে আবদ্ধ হয়ে বহু লােক এভাবে অস্থাবর সম্পত্তি হারিয়েছে।

 

        (৩) দেখা হয় ঋণ গ্রহীতা ছােট খাটো কোন ব্যবসা করে কিনা এবং একটু ভালমত পরিবার চলে কিনা। ভাল চললে তাকে ঋণ দেয়া হয়। অবশ্য এ জাতীয় লােকের ফেরৎ দানের ফলাফল বেশ ভালাে। বেশী চালাক লােককে ঋণ দেয়া সংস্থায় কড়াকড়িভাবে নিষিদ্ধ। ধারণা হলাে, বেশি চালাক লােক অন্যায় হলে প্রতিবাদ করবে। এক্ষেত্রে পুরুষের চেয়ে মহিলাদের বেশী ঋণ দেয়া হয়। কারণ, মেয়েরা শােষিত হলেও প্রতিবাদ করে না, আবার তাদের ভয়ও বেশী।”

 

রাজনীতিতে নাক গলানোও কি সেবাঃ

         এনজিও গােষ্ঠীর কথা ছিল তারা এদেশের মানুষের দারিদ্র, রােগ ব্যাধি, নিরক্ষরতা দূর করবে। এজন্য অর্থ সাহায্য দেবে, স্কুল প্রতিষ্ঠা করবে, হাসপাতাল প্রতিষ্ঠা করে চিকিৎসা সুবিধা দেবে। কিন্তু তাদের রাজনীতি করা বা দেশের রাজনীতি ও নীতি নির্ধারণে নাক গলানাের কোন অধিকার দেয়া হয়নি। কিন্তু তারা যে ভাবে রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ছে তাতে মনে হচ্ছে, রাজনীতিও তাদের তথাকথিত দারিদ্র বিমােচনের একটা অংশ, তারা দারিদ্র বিমােচন কর্মকাণ্ড শেষ করে এখন জনগণকে রাজনীতির সেবা প্রদানে উঠে পড়ে লেগেছে। ১৯৯২ সালের সরকারী তদন্ত রিপাের্টেই বলা হয়েছে যে, কিছু কিছু এনজিও রাজনৈতিক তৎপরতায় জড়িয়ে পড়েছে। সম্প্রতি এডাবসহ ১৬ টি এনজিও গােলাম আজম বিতর্কে জড়িয়ে যায়।”

 

        রিপাের্টে বলা হয়েছে যে, ‘এডাব’ প্রকল্প বহির্ভূত “অধুনা” নামে একটি সাময়িকী বের করে এবং তাতে তার . পরিধি অনুযায়ী এনজিও সমূহের তৎপরতা, সমস্যা, সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে লেখার কথা। কিন্তু পত্রিকার নিবন্ধে সেসব বিষয় সম্পর্কে কোন আলােকপাত না করে রাজনৈতিক বিষােদগারে ভরপুর দলীয় রাজনৈতিক উদ্দেশ্য সম্বলিত নিবন্ধ প্রকাশ করা হয়। বিভিন্ন রচনাবলীতে বর্তমানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে গালিগালাজ করা হয়। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রাহমান, বর্তমান প্রেসিডেন্ট, স্বাধীনতা যুদ্ধ, রাজাকার-আলবদর, ইসলামী দল, পাকিস্তান, আইয়ুব খান প্রভৃতিকে বিষয় বস্তু করে উস্কানী মূলক রাজনৈতিক বক্তব্য প্রকাশ করা হয়। এছাড়াও ছাত্র দল, বিএনপি, আওয়ামী লীগ, সিপাহী জনতার অভ্যুত্থান সম্পর্কেও মতামত ব্যক্ত করা হয়। সরকারী এ রিপাের্টে মন্তব্য করা হয় যে, “এডাব” সরকার বিরােধী তৎপরতায় লিপ্ত।

 

        এছাড়া ‘ব্রাক’ নামক অন্য আর এক এনজিও বিগত সংসদ নির্বাচনের সময় তার কয়েক লক্ষ উপকারভােগীকে ধানের শীষ ও দাড়িপাল্লায় ভােট না দেয়ার জন্য পরামর্শ দেয়, গােলাম আজম বিতর্কে গােলাম আজমের বিচার দাবী করে পত্র-পত্রিকায় বিবৃতি প্রদান করে। ১১ টি এনজিও সরাসরি। ২৬ শে মার্চের সােহরাওয়ার্দি উদ্যানে গণ আদালতের সমর্থনে বিবৃতি প্রদান করে।

 

নিরক্ষরতা দূরীকরণে ভাওতাবাজী, শিশুদের ব্রেন ওয়াশের এক নীল নকশাঃ

         এদেশের মানুষের নিরক্ষরতা দূর করা এনজিওদের তথাকথিত সেবা তৎপরতার অন্যতম বিষয়। প্রায় এনজিওই নিরক্ষরতা দূর করার প্রকল্প নিয়ে কাজ করছে। দাতা সংস্থা থেকে মােটা টাকার ফাণ্ড কালেকশন করছে এই প্রকল্প দেখিয়ে। কিন্তু বাস্তবে ওরা শিক্ষা প্রকল্পে ও ঘাপলাবাজী করছে। আমাদের শিশুদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে। আমাদের শিশুরা এনজিওদের নিকট থেকে কি শিখছে দেখা যাকঃ

 

“এনজিওরা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে অবােধ শিশুদের মধ্যে খৃস্টান ধর্মের চেতনা এবং ইসলাম বিদ্বেষী প্রবণতা ঢুকিয়ে দিচ্ছে। ফলে এসব শিশু জীবনের শুরুতেই ইসলামের প্রতি বিরাগভাজন হয়ে পড়ছে।

 

        দিনাজপুরে ‘দ্বীপশিখা’ এনজিও এলাকার ছাত্র-ছাত্রীদের মাঝে বাংলাদেশী বই পত্রের পরিবর্তে ভারতীয় সিলেবাসের বই-পত্র বিলি করছে, ভারতীয় নেতাদের জীবনী পড়ানাে হচ্ছে। এনজিও কর্তৃক প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষার্থীদের অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদের শিক্ষা দেয়ারও অভিযোেগ পাওয়া গেছে।

 

        “আশা” (এসােসিয়েশন ফর সােসাল এ্যাডভান্সমেন্ট) এনজিও গণশিক্ষা নামক একখানা পুস্তিকা প্রকাশ করে তা তাদের স্কুলে পাঠ্য করছে। এই বইতে লেখা রয়েছে, “প-পর্দা- কুসংস্কার, পুরুষরা পর্দার কথা বলে মেয়েদের ঘরে বন্দী করে রাখে। ভ-ভাগ্য বলে কিছুই নেই, পরিশ্রমই ভাগ্য গড়ে তােলে।” [ মাসিক জাগে মুজাহিদ অক্টোবর, ১৯৯৩]

 

        “সমগ্র দেশে কোন কোন প্রতিষ্ঠান বিশেষ করে শহরের বিভিন্ন স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মগজ ধােলাই (ব্রেন ওয়াশ) করার ব্যাপক কর্মসূচী নিয়েছে। প্রচলিত চিন্তাধারা, ধর্মীয় বিশ্বাস পরিবর্তনের উপযােগী সিলেবাস তৈরী করে। তার আলােকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করে থাকে। নির্দিষ্ট সংখ্যক বই পড়লে বিনামূল্যে ব্রেন ওয়াশের উপযােগী উচ্চমানের বই উপহার দেয় এবং নির্দিষ্ট প্রশ্নের উপর প্রতিযােগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করে কার মগজ কতটুকু ধােলাই হয়েছে তার মান নির্ণয় করা হয়।

[দৈনিক ইনকিলাব, ১৩ ই সেপ্টেম্বর ৯২]

 

        “সারাদেশ ব্যাপী ছড়িয়ে থাকা বিদেশী এনজিওগুলাের মাধ্যমে এদেশে চলছে খৃষ্টধর্ম প্রচারের এক নীরব বিপ্লব। উত্তরাঞ্চলের কোন কোন স্কুলে এখন খৃস্টধর্ম শিক্ষা বাধ্যতামুলক করে দেয়া হয়েছে। কোন কোন বিদ্যালয়ে যীশুখৃস্টের নামে সমবেত জাতীয় সংগীত গাওয়ানাে হয়। ছাত্র-ছাত্রীদের দিয়ে গির্জার ঘন্টাধ্বনির সামনে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার তালিমও দেয়া হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের কতিপয় শিক্ষাসদনে। ”

[সাপ্তাহিক মুসলিম জাহান, ১২ ই ডিসেম্বর ৯১]

 

        “শিক্ষা বিস্তারে বেশ কিছু এনজিও কাজ করছে। তাদের দাবি অনুযায়ী এই শিক্ষা বিস্তারের কর্মসূচী বেশ সাফল্যজনকভাবে এগিয়ে চলছে। কি সেই সাফল্য? ক'দিন আগে এই সাফল্যের গােমর ফাঁস হয়ে গেছে। বিশ্ব স্বাক্ষরতা দিবসে সরকারী হিসেবে দেখা যায়, প্রতিদিন সারাদেশে ৫ হাজার নিরক্ষর লােকের সংখ্যা বাড়ছে যদিও নিরক্ষরতা দূরীকরণের জন্যে এনজিওগুলাে হাজার হাজার স্কুল প্রতিষ্ঠার কথা বলে থাকে। এই পরসংখ্যান যখন প্রকাশ হয়ে পড়ছে এখন তাে এই সত্য প্রমাণ হচ্ছে- হয় এনজিওগুলাে স্কুল প্রতিষ্ঠা করেনি শুধু প্রচারণা, নয়ত স্কুলের যে কাজ এনজিওগুলাে তা করছে না। কিন্তু এনজিওগুলোত অর্থ ব্যয় ঠিকমত দেখাচ্ছে। অর্থ ব্যয় হচ্ছে, প্রকল্প বাস্তবায়নের কথা বলা হচ্ছে, ফলাফল আসছে। বিলাসিতার যে প্রশ্নটি জনমনে দেখা দিয়েছে সেটাইতাে সত্য বলে প্রমাণিত হচ্ছে।

 

        এই খাতে ব্যাপক বিদেশী অর্থ যােগানাে হচ্ছে। পরিপূর্ণ কোন শিক্ষা কর্মসূচী কারাের নেই। গ্রামে ছােট একটা ঘর নিয়ে একজন দু’জন মহিলাকে নিয়ােগ করে তিন বছরের জন্য পড়ানাে হয়। এইসব মহিলা শিক্ষকদের মাসিক বেতন ৩ থেকে ৬ শ’ টাকা। সরকারী পর্যায়ে একজন ঝাড়ুদারও যখন ১৪ শ’ টাকা বেতন পায় তখন একটি এনজিও শিক্ষকদের বেতন দিচ্ছে ৩/৪ শ’ টাকা। এই হলাে এনজিওদের ভিতরের খবর এই ওদের আসল চেহারা।”

[সাপ্তাহিক খরের কাগজ, ২১ শে সেপ্টেম্বর, ৯৩]

  

 

 ═──────────────═