রামাদানের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। হারাম বর্জন করে যথার্থভাবে সিয়াম ও অন্যান্য ইবাদত করতে পারলে সার্থক রামাদান হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ।
يا أَيُّهَا الَّذينَ آمَنوا كُتِبَ عَلَيكُمُ الصِّيامُ كَما كُتِبَ عَلَى الَّذينَ مِن قَبلِكُم لَعَلَّكُم تَتَّقونَ
হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। [আল বাকারা ২:১৮৩]
রামাদানে একজন মুমিনের করনীয় ও বর্জনীয়
করনীয়
* বিশুদ্ধ তাওহীদের জ্ঞান অর্জন করে নিজের ঈমানকে পরিশুদ্ধ করুন।
* আল্লাহ তায়ালার উপর আস্থা রাখুন।
* কুফর ও শিরক সম্পর্কে সচেতন হোন।
* যথাযথ ভাবে জামাতে নামায আদায়ে অভ্যস্ত হোন।
* কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলুন।
* যারা কুরআন পড়তে পারেন না তারা। সম্পুর্ণ মনোযোগের সাথে তিলাওয়াত শ্রবণ করুন।
* প্রত্যেক ভালো কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করুন।
* শরিয়তের আবশ্যকীয় ইলম অর্জন করা শুরু করুন।
* আল্লাহ তাআলা কর্তৃক ফরজকৃত বিধান গুলো বাস্তবায়নে বদ্ধপরিকর হোন।
* সম্পদের যাকাত দিন।
* বেশি বেশি দান সাদাকা করুন।
* গোপনে দান করুন।
* নিকট আত্মীয়ের জন্য ব্যয় করুন।
* অভাবীদের জন্য ব্যয় করুন।
* আপনার সিয়ামকে অর্থবহ করার চেষ্টা করুন।
* চোখের পর্দা করুন।
* সৎ কাজের আদেশ করুন অসৎ কাজ নিষেধ করুন।
* দিনমুজুর ও সাধারণ শ্রেনীর মানুষদের সালাম দিন।
* সাহরীতে একটি হলেও খেজুর খান।
* ভোর রাতে আল্লাহর নিকট দোয়া করুন।
* দ্বীনের প্রতি মানুষকে দাওয়াত দিন।
* মসজিদভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভাবে অংশ নিন।
* ভালো কাজে অভ্যস্ত হোন ও অন্যকে ভাল কাজের প্রতি উদ্বুদ্ধ করুন।
* খারাপ কাজ থেকে নিজেও বিরত থাকুনও অন্যদেরকে সামর্থ অনুযায়ী বিরত রাখুন।
* ঘরে ও বাইরে ব্যাপক সালামের প্রসার করুন।
* পরিবারের নারীদের কাজে সহযোগিতা করুন।
* বেশি বেশি দুয়া করুন।
* তাহাজ্জুদের আমলে অভ্যস্ত হোন।
* সাহরি ও ইফতারে পরিমিতিবোধ বজায় রাখুন।
বর্জণীয়
* সব ধরণের কুফর, শিরক ও বিদআত পরিহার করুন।
* ইসলামবিরোধী সকল কাজে সহযোগিতা বন্ধ করুন।
* সব ধরণের গুনাহ বর্জন করুন।
* গুনাহের উপায় উপকরণ (টিভি, অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার) বর্জন করুন।
* মিউজিক শুনা থেকে বিরত থাকুন।
* হারাম ভাবে উপার্জন বর্জন করুন। ঝগড়া বিবাদ পরিহার করুন।
* মিথ্যা কথা পরিহার করুন।
* যে কোনো পাপ কাজ পরিহার করুন।
* কারো ব্যাপারে খারাপ ধারণা করা বর্জন করুন।
* গীবত করা বর্জন করুন।
* ঝগড়া পরিহার করুন।
* কারো সমালোচনা করবেন না।
* কারো মনে কষ্ট হয়, এমন কোনো আচরণ করবেন না।
* আড্ডা ও দলবেধে গল্পগুজব পরিহার করুন।
* যেকোনো ধরণের নাটক, মুভি, সিরিয়াল, গেমস থেকে দূরে থাকুন।
* সময় নষ্ট করে এমন সকল কাজ থেকে দূরে থাকুন৷
* কারো ব্যপারে সন্দেহ ও কুধারণা পোষণ করবেন না।
* অযথা গল্পগুজব থেকে দূরে থাকুন।
* সাহরি ও ইফতারে অপচয় রোধ করুন।
* হারাম সম্পর্ক পরিত্যাগ করুন।
* সব ধরণের খারাপ অভ্যাস পরিহার করুন।
* সাহরী, ইফতার ও ঈদের কেনাকাটায় অপচয় করবেন না।
* রমাদানের মূল্যবান সময়গুলোতে উদাসীন থেকে সময় অতিবাহিত করা থেকে বিরত
থাকুন।
#ramadanplanner
#ramadan
#রামাদান_প্ল্যানার
#আত্মশুদ্ধি_সোপান
#আত্মশুদ্ধি
#মুহাসাবা
#রামাদানের_পরিকল্পনা