তোমার গন্তব্য কি?
---ইশরাক আবিদ---
চলে যায় দিন কাল
চলে যায় বছর।
অনর্থক কাজে লিপ্ত মানব
ঘুমিয়ে তারা পরিতৃপ্ত।
ওহে উদাসীন মানব কেনো তুমি
ছুটছো দুনিয়ের পিছে,
ইসলামের কথাগুলো বলো না কেনো
কুরআন কে রেখেছো কাপড়ে মুড়ে।
করবে তোমরা সংরক্ষণ তাহাজ্জদ পড়ে
তা না করে ধন-সম্পদ জমা কর দুনিয়ার মোহে পড়ে।
তুমি যে এক মুসাফির
সেটা কি ভাবো
মৃত্যু তোমাকে নিতে আসবে
সেটা মনে রেখো।
আর কতকাল করবে পাপ কাজ
অহংকারে পরিপূর্ণ তোমার শরীর আজ
হে মানব থামো যথেষ্ট হয়েছে
মৃত্যুর কথা মনে কর।
এখনি হয়ে যাও যদি লাশ
অন্ধকারে হবে তোমার বসবাস।
জেনেছো কি সে প্রশ্নের ব্যাপারে
যেটা তোমার বারযাখে করা হবে।
চিন্তা করে দেখো,,,,,
তোমার গন্তব্য কি?