জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে কেন? উত্তরে বলবেন আমরা জনগন ক্ষমতার মালিক মানিনা বলে। আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি নির্বাচন করেননি কখনও যদি করেই থাকেন তাহলে আমাকে বুঝান নির্বাচন করার অর্থ কি? নির্বাচন করার অর্থই হল জনগন ক্ষমতা দিবে এর নির্বাচন করতে হবে ভোট সংগ্রহ করে বাস্কে জমা দিতে হবে যাদের ভোট বেশি হবে তারাই ক্ষমতায় যাবে এর নামই তো গনতন্ত্র নাকি তো এটা তো আপনারা করে আসছেন জন্ম থেকেই

এরপরও কেন মুখে আর কাগজে বলেন আমরা জনগনক ক্ষমতার মালিক মানিনা। অযু করার পর বায়ু বের হলে যেমন অযু ছুটে যায় ঠিক তেমনি মুখে ও কাগজে যতই বলো জনগন ক্ষমতার মালিক মানিনা বাস্তবে ঠিকই জন্মলগ্ন থেকে মেনে নিয়ে নির্বাচন করে আসছেন এরপরও কি দাবী করো ঈমান আছে তাহলে বলব বায়ু বের হলে অযু যায় না।

রব বলেছেন ওরা মুখে বলে ঈমান এনেছি বাট ওরা বাস্তবে আদৌ ঈমান্দার নয়। [বাকারাহ-৮]
যদি ঈমান্দার দাবী করো তাহলে বিএনপি তাগুত গনতন্ত্র তাগুত ত্যাগ করেন আর ফিরে আসেন পুর্নাঙ্গ তাওহিদের দিকে।

আপনারা এত বোকা কেন যারা আল্লাহর আইন বাতিল করে কুফরি আইন প্রনয়ন এবং যারা মুখের ফুৎকারে ইসলামের নুর কে নিভিয়ে দিতে চায় তাদের কাছে ভোট আমানত রেখে কিভাবে আশা করো তারা ইসলাম ক্ষমতায় দিবে। ওরা তোমাদের ধোঁকা দিচ্ছে। মুমিনরা একবার ধোকা খেলে পরেরবার আর এই ধোকায় পড়বেনা। আপনারা তো বার বার ধোঁকা খেয়ে যাচ্ছেন। আর কত ধোকা খাবেন।

আমরা বিশ্বাস করি আপনাদের চেতনা আছে। ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করেছে কিন্তু যা করেছেন সবই ভুল পথে করেছেন তাই বলছি ফিরে আসুন মহান রবের পথে এসো রাসুল সাঃ এর দেখানো পথে। এসো খেলাফতের দিকে। এসো জিহাদের পথে। মুক্তির একমাত্র পথ জিহাদ ফী সাবিলিল্লাহ্।