JustPaste.it

কবিতা

==================================================

স্বাধীনতা কি? 

কাজী হায়াত মাহমুদ

 -------------------------------

আল্লাহ মেহেরবান,

তার দরবারে অশেষ শােকর

 স্বাধীনতা যার দান।

 

যে জাতি যখন ত্যাগের মহিমায়,

ভাগ্যের উন্নতি চায়,

আল্লাহ্ তখন সে জাতির মাঝে,

পরিবর্তন এনে দেয়।

 

মুক্ত করিতে দেশ

 কত যে রক্ত দিয়েছে এ জাতি

সইছে কষ্ট ক্লেশ।

 

বহু জীবনের বিনিময়ে শেষে স্বাধীন হইল জাতি বিশ্বের মাঝে এই জাতি দেশ খুঁজে পেলাে পরিচিতি

স্বাধীনতা নয় সােনার হরিণ স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা সে যে ত্যাগের ফসল : আমাদের পরিচয়।

 

 ═──────────────═

 

 

নিবেদন

 আবিদ রাজ্জাক

 -------------------------------

(১)

আমায় তুমি দাওগাে প্রভু তব গুণমালা,

 দেহ মনে ধারণ করে, জীবন হােক উজালা ।

 

আমায় তুমি দাওগাে প্রভু কণ্ঠ ভরা সুর, তােমার দেয়া জীবন-কথা গাইতে সুমধুর।

 

আমায় তুমি দাওগাে প্রভু আকাশ সমান বুক, লুফে যেন নিতে পারি সব ব্যথিতের দুখ ।।

 

আমায় তুমি দাওগাে প্রভু অতল সাগর দীল শেহ মায়া ভালবাসা হৃদয় ছােয়া মিল ।

 

 আমায় তুমি দাওগাে প্রভু ধৈৰ্য্য সাহস বল জগৎ মাঝে ফলাই যেন জান্নাতের ফসল ।

 

 ═──────────────═

 

 

(২)

 ঘুণ ঘরেছে ঘুণ

 -------------------------------

 একটা ঘরের পাঁচটা খুটি

ভাঙছে কেন পড়ছে লুটি,

শুধরে ভাই শুন

ঘুম ধরেছে ঘুণ।

 

চলছে আজি জগতময়

নৈতিকতার অবক্ষয়

বাজছে নিদারুন

ঘুণ ধরেছে ঘুণ।

 

ভাইয়ে ভাইয়ে নাই যে প্রীতি

ঐতিহ্য আর সংস্কৃতি

হচ্ছে কেন খুন

ঘুণ ধরেছে ঘুণ।

 

ছেলে মেয়ের সময় কাটে

একদম ফ্রি খোলা মাঠে

কাটার হানিমুন

ঘুণ ধরেছে ঘুণ।

 

অন্তরে আজ নাই যে শুচি

রুচির নামে কুরুচি,

ব্যাপারটা কি শুন

ঘুণ ধরেছে ঘুণ।

 

  ═──────────────═

 

 

ফুরিয়ে এলাে বেলা

মুঃ আঃ গনি খান

 -------------------------------

জীবন তরী বাইতে বইতে ফুরিয়ে এলাে বেলা শেষ বেলাতে তীরে এসে ভিড়লাে আমার ভেলা

সম্মুখেতে দেখি শুধুই অন্ধকার

পাথেয়তাে কিছুই আমি করিনি যােগাড়।

 

যাদের নিয়ে রইছি আমি দুনিয়া দাবীর কাজে

আজকে সবাই সরে গেল আমার জীবন সাঁঝে। তাইতাে আমি দেখি চেয়ে কেহই মাের নাই

একা আমি থাকবাে কেমনে মনেতে ভয় পাই।

 

এ দুনিয়ায় ভবের মেলায় আপন যেই-ই হয় ।

 

আসলে তাে সময়ের কালে কেহই কারাে নয়।

 

তাইতাে খােদা করি শুধু তব ইনতেজার আমার তরে দাও গাে খুলে রহমতের দ্বার।

 

তুমিই আমার আসল সহায় আরতাে কেউ নাই।

 

প্রভু আমার দুঃসময়ে তােমায় যেন পাই।

 

 ═──────────────═