JustPaste.it

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

'আল ফিরদাউস' পরিবেশিত

 

'উস্তাদ খুবাইব আহমাদ হাফিজাহুল্লাহ' এর

 

'সংশয় নিরসনঃ জিহাদ করলে মসজিদ-মাদ্রাসা বিলীন হয়ে যাবে!'

 

****************************

 

এক গণতন্ত্রের মূর্তির উপাসনাকারী ব্যক্তি দাবী করেছে- “জিহাদের ময়দান কায়েম হলে মসজিদ-মাদ্রাসা বিলীন হয়ে যাবে। মুসলিমরা অস্তিত্বশূন্য হয়ে যাবে।
(এছাড়াও উক্ত পোস্টে মুজাহিদিনদের আকিদা-মানহাজের ব্যাপারে সে ভুল/মিথ্যা বলেছে সেগুলো আপাতত আলোচনা করা হলো না)
 — 
 অথচ আল্লাহ রাব্বুল আ’লামিন বলেন,


 وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيراً وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ


 “আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন, তবে নির্জন গির্জা, এবাদত খানা, উপাসনালয় এবং মসজিদসমূহ বিধ্বস্ত হয়ে যেত, যেগুলাতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন, যারা আল্লাহর সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর।” [ সুরা হাজ্জ্ব ২২:৪০ ]

এই ব্যক্তি মিথ্যা বলছে আর আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন।

আল্লাহ বলছেন কিতাল না করলে মসজিদ-মাদ্রাসা ও অন্য সকল স্থান যেখানে আল্লাহর স্মরণ হয় তা ধ্বংস হয়ে যেত আর এই লোক বলছে উল্টো কথা। 

একই সাথে এদের মত ব্যক্তিদের ব্যাপারে আমাদের মহান রব্ব বলেন,

 

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে; তার চাইতে অধিক যালেম আর কে? আল্লাহ যালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না।” [ সুরা সফ ৬১:৭ ]

মিথ্যাবাদীদের উপর আল্লাহ’র লানত ও সকল লানতকারীদের লানত। 
গণতন্ত্র নামক মূর্তির উপাসনাকারীদের কাছে আমার জিজ্ঞাসা-

১৯৪৭ এ হায়দ্রাবাদে ২ লাখ মুসলিম হত্যার পূর্বে কি জিহাদ হয়েছিল?
১৯৭৮ থেকে ২০১৬ পর্যন্ত আরাকানের মুসলিমদের হত্যার পূর্বে কি জিহাদ হয়েছিল?
১৯৯১ এ উপসাগরীয় যুদ্ধে ১০ লাখ শিশু হত্যার পূর্বে জিহাদ হয়েছিল?
১৯৯৫ এ সেব্রেনিতসা গণহত্যায় ৩ দিনে ৭ হাজার মুসলিম হত্যার পূর্বে কি জিহাদ হয়েছিল?
২০০৩ এ ইরাকে মার্কিন বাহিনীর আগ্রাসন কি জিহাদিদের জন্য হয়েছিল?
কয়েক বছর আগে মিশরের রাবা চত্বরে গণতন্ত্রপন্থীদের ম্যাসাকারের পূর্বে কি জিহাদ হয়েছিল?

৮০’র দশকের আলজেরিয়াতে?
৫ই মের রাতে নিহত হওয়া ভাইরা কি জিহাদ করেছিলেন?
কাদের মোল্লা, নিজামি, আলি আহসান বা কামারুজ্জামানরা কি জিহাদ করেছিলেন?

মূলত এরা নিজেদের কাপুরুষতা গোপনের উদ্দেশ্যেই এমন সব কথা বলে থাকে। যা শয়তান এদের মস্তিস্কে প্রোথিত করে দিয়েছে!
আল্লাহ যাদের জন্য ধ্বংসের ফয়সালা করেছেন কেবল তারাই জিহাদ ও মুজাহিদিনদের সমালোচনায় লিপ্ত হয়।

হে ভাইয়েরা! এদের ফিরে আসার অপেক্ষায় থাকবেন না। উপেক্ষা করুন ও এড়িয়ে যান। আমরা এদের ব্যাপারে মানুষকে সতর্ক করেই ক্ষান্ত হব। এদের সাথে তর্ক করব না। 
যারা আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করে তাদের জন্য শুধু দু; ভিন্ন কিছু নয়!

জিহাদ ও মুজাহিদিনদের ব্যাপারে তা ই সত্য যা শায়খ আবু বাসির বলেছিলেন ইরাকে মুজাহিদিনদের উথানের পর,
তাহলে হে ইরাকবাসী! তোমরা তোমাদের নারীদেরকে বন্দী এবং আমেরিকান বাহিনীর একজনের কোল থেকে আরেকজনের কোলে ছোঁড়াছুড়ি করতে দেখতে।  সুতরাং আল্লাহর শুকুর আদায় করো, তিনি তোমাদের মধ্য থেকে একটি দলকে জিহাদের জন্য প্রস্তুত করেছেন। মুজাহিদদের বিরুদ্ধে শত্রুদের সহযোগী ও গুপ্তচর হওয়ার পরিবর্তে তোমরা বরং তাদের সহযোগী হও।

 

**************

Al Firdaus Logo.n.png