লিবিয়ায় সালাফি দাবীদার সরকারী উলামাদের হাতে শায়েখ নাদের আল ইমরানির শাহাদাত বরণ, মুজাহিদ ও উলামাদের তীব্র ধিক্কার জ্ঞাপন।
গত ২০ নভেম্বর ২০১৬ ইংরেজি তে লিবিয়ার রাজধানী তারাবলুসে মুরতাদ হাফতারের মদদপুষ্ট সরকারী মাদখালি উলামাদের অনুসারীদের হাতে স্বনামধন্য আলেম শায়েখ নাদের আল ইমরানি রহঃ শাহাদাত বরণ করেছেন। উল্লেখ্য শায়েখ এমন কিছু ফাতাওয়া দিয়েছিলেন, যা একই সাথে হাফতার ও সালাফি দাবীদার এই সরকারী উলামাদের মতের বিরুদ্ধে গিয়েছিল। অতঃপর এতে তারা ক্ষুব্ধ হয়ে শায়েখকে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় অপহরণ করে। এবং শায়েখকে তাঁর ফাতাওয়া থেকে ফিরে আসতে নির্দেশ দেয়। কিন্তু শায়েখ তাঁর মতের উপর অনড় থাকেন। ফলে তারা শায়েখকে নির্যাতন করে শহীদ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি তারা শায়েখকে হত্যার ব্যাপারে স্বীকারোক্তি দিয়ে বিবৃতি প্রদান করে।
উক্ত মর্মান্তিক ঘটনার পর সারা বিশ্বের মুজাহিদ আলেম ও সাধারন আলেম ও লিবিয়ার জিহাদি সংগঠনগুলো বিবৃতি প্রদান করেন। এবং হত্যাকাণ্ডে জড়িতদের তীব্র ঘৃণা জানান।
এই ঘটনায় এক আলেম প্রতিক্রিয়া জানিয়েছেন যে, শাম, ইরাক, আফগানিস্তান ও অন্যান্য জিহাদের ভুমিতে খারেজিরা যেমনিভাবে শায়েখ খালেদ আস সুরী সহ অনেক আহলুস সুন্নাহকে শহীদ করেছে, তেমনিভাবে শায়েখ নাদের আল ইমরানি সরকারী উলামাদের হাতে শাহাদাত বরণ করেছেন।
টুইটারে লিম্নের হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে উলামাদের প্রতিক্রিয়াসমূহ দেখা যাবে।
https://twitter.com/hashtag/%D8%A7%D8%BA%D8%AA%D9%8A%D8%A7%D9%84_%D8%A7%D9%84%D8%B4%D9%8A%D8%AE_%D9%86%D8%A7%D8%AF%D8%B1_%D8%A7%D9%84%D8%B9%D9%85%D8%B1%D8%A7%D9%86%D9%8A?src=hash
শায়েখের শাহাদাত উপলক্ষ্যে দিরনা ও পার্শ্ববর্তী অঞ্চলের মুজাহিদদের মজলিসে শুরা, বেনগাজির মুজাহিদদের মজলিসে শুরা ও বেনগাজি প্রতিরোধ ব্যাটালিয়নের মুজাহিদরা বিবৃতি প্রদান করেছেন। উক্ত বার্তায় তারা শায়েখের শাহাদাতে দুঃখ প্রকাশ করে মুজাহিদিন ও মুসলিম উম্মাহকে সান্ত্বনা জানিয়েছেন। এবং এই মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের আল্লাহ তায়ালা কর্তৃক ঘোষিত শাস্তি তথা জাহান্নামের কথা উল্লেখ করেছেন, যে যারা মুসলিমদের অন্যায়ভাবে হত্যা করে, তাদের স্থান হচ্ছে জাহান্নাম।
এবং বলেছেন যে মুরতাদ শাসক হাফতারের বিরুদ্ধে হক কথা বলায় শায়েখ নাদের রহঃ এর শাহাদাতের মাধ্যমে উলামাদের হত্যা করা নতুন বিষয় নয়, বরং এর পূর্বেও শায়েখ তারেক আদ দারসিকে হত্যা করা হয়েছে, শায়েখ মানসুর আল বার'আসিকে অপহরণ করে হত্যা করা হয়েছে। এবং শায়েখ নাবিল সাতিকে তাঁর মসজিদের সামনে হত্যা করা হয়েছে। আল্লাহ তায়ালা তাঁদের কবুল করুন। আমিন।
শায়েখের শাহাদাতে বেনগাজির মুজাহিদদের মজলিসে শুরাও এই ঘটনায় বিবৃতি প্রদান করেছেন।
বেনগাজি প্রতিরোধ ব্যাটালিয়ান এর বার্তা।
দরবারি উলামা ও শায়েখের হত্যাকারীরা
-হিন্দুস্তান থেকে জেরুজালেম
https://www.facebook.com/হিন্দুস্তান-থেকে-জেরুজালেম-৩-100725990412872/
https://twitter.com/hind_aqsa3