JustPaste.it
User avatar
@anonymous · Nov 18, 2016

ইতিহাসের মহারণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে শাম

১৮ নভেম্বর ২০১৬ ইংরেজি

শিয়া বাসার আল আসাদ রাশিয়া, ইরান ও হিজবুল্লাতের সহযোগিতায় নির্বিচারে হত্যা করে চলেছে শাম তথা সিরিয়ার মুসলিমদের। বিভিন্ন ধরণের নিষিদ্ধ বোমার বিস্ফোরণে দুনিয়ার জাহান্নামে পরিণত হয়েছে শামের জন মানুষের জীবনযাত্রা। প্রতিদিন শত শত নারী  শিশু শাহাদাত বরণ করছে সেখানে। আহত ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং এর কোন পরিসংখ্যানই নেই।

অপর দিকে সুন্নি যুবকরাও বসে নেই। আলেম উলামারাও মসজিদে মিম্বরে প্রতিরোধের ডাক দিয়েছেন। জিহাদের ময়দানে যুবকদের মহাঢল নেমেছে। সারা বিশ্বের জিহাদিরা ছুটে যাচ্ছেন শামের মহারণক্ষেত্রে। সবার একটাই লক্ষ্য। একটাই উদ্দেশ্য। আর তা হল শিয়া বাসার আল আসাদের পতন ও ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা। সবার মুখে একটাই বুলি- হয়তো শরীয়ত প্রতিষ্ঠা করবো, নয়তো শাহাদার বরণ করবো। সিরিয়ার মায়েরাও নিজেদের সন্তানদের জিহাদের ময়দানে পাঠিয়ে দিচ্ছেন।

শামের দাওয়াতি সংগঠন দুয়াতুল জিহাদ আজকের রেডিও সম্প্রচারে জানিয়েছে-

  • মুজাহিদরা প্রচণ্ড বিমান হামলা চলা সত্ত্বেও দক্ষিন হালবে শায়েখ সাইদ গ্রামে রাফেজি মিলিশিয়া ও আসাদের বাহিনীর অগ্রযাত্রাকে প্রতিহত করেছেন।

  • উত্তর হালবের আয়িজা ফ্রন্টে আসাদের বাহিনীর উপর ভারি অস্ত্রের গোলা বর্ষণ করেছেন। এবং মুজাহিদদের নিক্ষিপ্ত গোলাসমুহে তাদের প্রভুত ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আলহামদু লিল্লাহ।

  • গত কাল হালবে ১৮০ বারেরও বেশি বিমান হামলা হয়েছে। এবং ২০০ বারেরও বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে। ফলে ৪৯ জন মুসলিম শাহাদাত বরণ করেছেন। এবং ১৬০ জন আহত হয়েছেন। আর বাড়িঘর কি পরিমাণ বিধ্বস্ত হয়েছে, তার কোন পরিসংখ্যান নেই।

Video thumb

 

১/ আলেপ্পোর হাসপাতালে বোমা হামলার পর রুগী ডাক্তার সবাইক কাঁদছে। বাচ্চারাও কাঁদছে... হায় আমার কলিজা ফেটে যেতে চাঁচ্ছে...

https://twitter.com/TheArabHash/status/799628904520630273

 

২/ আরেকটি হাসপাতালের অবস্থা নিয়ে আল জাজিরার একটি ভিডিও-

https://twitter.com/AJArabic/status/799643352614334464

৩/ বিমান হামলায় বিধ্বস্ত একটি বিল্ডিং এর ভিতর থেকে একটি শিশুকে উদ্ধার করছেন শহর প্রতিরক্ষা বাহিনী

https://twitter.com/ZakariaNassani/status/799573320714764288

 

৪/উম্মাহর সন্তানদের এই করুণ অবস্থায় উম্মাহর সাহসীরা এখন কোথায়? \

ওয়া ইসলামাহ......................................................!!!!!!!!!!!!!

https://twitter.com/Wesal_TV/status/799557983969705984

https://twitter.com/TRTalarabiya/status/799671273156739072

https://twitter.com/TRTalarabiya/status/799660763778584576

 

৫/ হালবের হানানু শহরে বিমান হামলার ভিডিও-

https://youtu.be/NrXTpoKAIt8?list=PL906Y6OrlAXjYhQrkXjE_7LrTwaMBOS94

 

ভাইয়েরা আর কত লিংক শেয়ার করবো????????????? আপনারা শুধু টুইটারে নিচের হ্যাশট্যাগটি দিয়ে সার্চ দিন-

https://twitter.com/hashtag/%D8%AD%D9%84%D8%A8?src=hash

 

 

 

 

তিনটি হাঁসি মুখের নিষ্পাপ ফুল! শিয়া বাশার আল আসাদের বিমান হামলায় লাশে পরিণত হয়েছে। শিশু অধিকারের ধ্বজাধারীরা আজ কোথায়? শুধু মুসলিম বলেই কি এদের কোন মানবাধিকার থাকতে নেই???????????

 

 

-হিন্দুস্তান থেকে জেরুজালেম

https://www.facebook.com/%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%AE-%E0%A7%A9-100725990412872/

https://twitter.com/hind_aqsa3