JustPaste.it

বেনগাজিতে চলছে তুমুল লড়াইঃ হাফতারের বাহিনী প্রচণ্ড ক্ষয়ক্ষতির শিকার।

১৮ নভেম্বর ২০১৬ ইংরেজি

লিবিয়ায় মজলিসে শুরার মুজাহিদদের গত তিন দিনের অবিরাম লড়াইয়ে হাফতারের ৪৭ সেনা নিহত ও ২৯ সেনা আহত হয়েছে। অপরদিকে মুজাহিদদের সাথে না পেরে বেনগাজির বিভিন্ন এলাকায় নির্বিচারে বোমা বর্ষণ করে যাচ্ছে হাফতারের মুরতাদ সেনা বাহিনী। মজলিসে শুরার মুজাহিদদের অফিসিয়াল মিডিয়া আস সারায়া টেলিগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে হাফতারের সেনাদের ক্ষয়ক্ষতি ও শহরের সাধারন অধিবাসীদের উপর নির্বিচারের বোমা হামলার দুটি ইনফোগ্রাফি প্রকাশ করেছেন, তাতে জানা যায় হাফতারের ৪৭ সেনা নিহত ও ২৯ সেনা আহত হওয়ার খবর জানা যায়। দ্বিতীয় ইনফোগ্রাফি থেকে জানা যায় যে গত দিনে শুধু কুনফুদাহ শহরে মিগ-২৩ বিমান ৫ বার বোমা হামলা চালিয়েছে। এবং ড্রোন জাতীয় কাম কপটার বিমান ১৯ বার ও MQ-9 reaper  নামক ড্রোন ১৭ বার মোট ৪১ বার বিমান হামলা করা হয়েছে।

 

প্রথম ইনফোগ্রাফি

দ্বিতীয় ইনফোগ্রাফি

এই রিপোর্ট লেখার পরেও বেশ কয়েকবার বিমান হামলা হয়েছে।

বিমান হামলার দৃশ্য-

ভিডিও দেখুন-

https://twitter.com/SRAYAMEDIA/status/799626101530230784

 

 

উল্লেখ্য কয়েকদিন পূর্বে হাফতারের সেনাবাহিনী বিমান হামলার সাহায্য নিয়ে বেনগাজির বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, কিন্তু মুজাহিদদের বুদ্ধিদীপ্ত ও কৌশলগত প্রতিরক্ষায় পিছপা হতে বাধ্য হয় ও আহত ও নিহতদের ফেলে পালিয়ে যায়। পরিশেষে শহরের সাধারণ অধিবাসীদের উপর বোমা বর্ষণ শুরু করে।

 

মুজাহিদ স্নাইপারের হাতে হাফতারের মুরতাদ সৈন্যের শিকারে পরিণত হওয়ার দৃশ্য-

 

গত দীর্ঘ সময় যাবত আল কায়েদার অন্যতম আমীর শায়েখ আতিউল্লাহ আল লিবি রহঃ এর দেশ লিবিয়াতে মুজাহিদগণ ইসলামী শরিয়ত প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছেন। আলহামদু লিল্লাহ তাঁদের উল্লেখযোগ্য সফলতাও আছে। বেশ কিছু অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছে

মুজাহিদগন বেনগাজি রণাঙ্গনের একটি ভিডিও রিলিজ করেছেন-

Video thumb

- হিন্দুস্তান থেকে জেরুজালেম