বেনগাজিতে চলছে তুমুল লড়াইঃ হাফতারের বাহিনী প্রচণ্ড ক্ষয়ক্ষতির শিকার।
১৮ নভেম্বর ২০১৬ ইংরেজি
লিবিয়ায় মজলিসে শুরার মুজাহিদদের গত তিন দিনের অবিরাম লড়াইয়ে হাফতারের ৪৭ সেনা নিহত ও ২৯ সেনা আহত হয়েছে। অপরদিকে মুজাহিদদের সাথে না পেরে বেনগাজির বিভিন্ন এলাকায় নির্বিচারে বোমা বর্ষণ করে যাচ্ছে হাফতারের মুরতাদ সেনা বাহিনী। মজলিসে শুরার মুজাহিদদের অফিসিয়াল মিডিয়া আস সারায়া টেলিগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে হাফতারের সেনাদের ক্ষয়ক্ষতি ও শহরের সাধারন অধিবাসীদের উপর নির্বিচারের বোমা হামলার দুটি ইনফোগ্রাফি প্রকাশ করেছেন, তাতে জানা যায় হাফতারের ৪৭ সেনা নিহত ও ২৯ সেনা আহত হওয়ার খবর জানা যায়। দ্বিতীয় ইনফোগ্রাফি থেকে জানা যায় যে গত দিনে শুধু কুনফুদাহ শহরে মিগ-২৩ বিমান ৫ বার বোমা হামলা চালিয়েছে। এবং ড্রোন জাতীয় কাম কপটার বিমান ১৯ বার ও MQ-9 reaper নামক ড্রোন ১৭ বার মোট ৪১ বার বিমান হামলা করা হয়েছে।
প্রথম ইনফোগ্রাফি
দ্বিতীয় ইনফোগ্রাফি
এই রিপোর্ট লেখার পরেও বেশ কয়েকবার বিমান হামলা হয়েছে।
বিমান হামলার দৃশ্য-
ভিডিও দেখুন-
https://twitter.com/SRAYAMEDIA/status/799626101530230784