JustPaste.it

দুটি বোমার সফল বিস্ফোরণ ঘটিয়েছে আল-কায়েদার ইসলামিক মাগরিব (AQIM)শাখার অধিনস্ত আল-মুরাবিতুন এর একটি দল।– একটি জাতিসংঘের সেনাবাহিনীদের বিপরীতে হয়েছে।

file1.jpeg

১২ নভেম্বর শনিবার সকাল ১১টায় দুটি বোমার সফল বিস্ফোরণ ঘটিয়েছে আন্তর্জাতিক জিহাদি সংগঠন “আল-কায়দা”র আফ্রিকা ভিত্তিক শাখা “আল-কায়েদা ইসলামিক মাগরিব” (AQIM) এর অধিনস্ত আল-মুরাবিতুন এর একটি দল।

দলটি তাদের টেলিগ্রাম চেনেলে জানিয়েছেঃ– “আল-কায়দা”র আফ্রিকা ভিত্তিক শাখা “আল কায়েদা ইসলামিক মাগরিব” (AQIM) এর অধিনস্ত আল-মুরাবিতুন এর একটি দল,দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে, যার একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে জাতিসংঘের সেনাবাহিনীদের বিপরীতে।জাতিসংঘের “মানিসমা”বাহিনীর জ্বালানিবাহী ট্রাকে বিস্ফোরণটি ঘটিয়েছে।

আরেকটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে মালি সেনাবাহিনীদের অস্ত্রবাহী গাড়িতে। এই দুটি বিস্ফোরণের ফলে শত্রুদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যাতে  ৪জন সেনাও নিহত হয়েছে। দ্বিতীয় হামলাটি ‘গুসি’ শহরতলীর ‘গাও’ ও ‘বামকু’ নামক এলাকাদ্বয়কে সংযুক্ত সড়কের মোড়ে হয়েছে।