JustPaste.it

খলীফা আবু-বকর কি আসলেই মোসাদ এজেন্ট?

ইসলামিক স্টেইট এর খলীফা আবু-বকর সংক্রান্ত কিছু তথ্য :

 

১৫ জুলাই ২০১৪

 

 

এবং যেহেতু আমি পৃথিবীর অধিকাংশ মানুষের মত অজ্ঞ না, যে সত্য-মিথ্যা পরখ করার পূর্বেই কোন সংবাদ প্রচার করে বেড়াব। তাই, যথারীতি আমি আমার গবেষণা চালাই এই আষাঢ়ে গল্প সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করতে।

 

এই হল কিছু নির্বোধ ওয়েব সাইট যারা এই গুঁজবটি রটিয়েছে।

 

২১ জুলাই ২০১৪

 

 

১৭ জুলাই ২০১৪

 

 

১৫ জুলাই ২০১৪

 

 

১১ জুলাই ২০১৪

 

 

 

দুর্ভাগ্যবশত, অনেক ওয়েবসাইটই এই গুঁজবটি প্রচার করেছে কোন প্রকারের উৎস ছাড়া। তাই, এই আষাঢ়ে গল্প সম্পর্কে জানার জন্য আমি সে সমস্ত ওয়েবসাইটে খোঁজ করি যারা এড ওয়ার্ড স্নোড্যানের প্রকাশ কৃত দলিলের উপর নজর রাখেন এবং সত্যকে খুঁজে পেতে সক্ষম হই। আমি Abu-Bakar এবং Bakar লিখে খোঁজ করি কিন্তু, কোন ফলাফল পাই নি। 

 

 

 

এর আগ পর্যন্ত আমি যা পেয়েছিলাম তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারছিলাম না। যার দরুন, আমি আমার গবেষণা অব্যাহত রাখলাম।আমি একটি সোমালিয়ান ফোরাম খুঁজে পেলাম যেখানে একজন এই আষাঢ়ে গল্প নিয়ে কথা বলছিলেন। 

 

 

এবং সেখানে একজন ব্যক্তি তাকে (সোমালিয়ানকে) বললেন যে এই সংবাদটি “আল-উইলায়াহ” নামক একটি শিয়া সাইট থেকে সংগ্রহীত। 

 

 

ফলে,আমি এখানে কিছু জিনিষ দেখতে পেলাম।আমি গুগল সার্চ করি এবং এই ফলাফল গুলো পাই।যখন আমি এই তিনটি লিঙ্কের যেকোনো একটিতে প্রবেশ করি, তখন কোন কিছুই আসে না বরং তার মধ্যে একটি লিঙ্কে error দেখাচ্ছিল।

 

 

 

মনে হচ্ছে, এই গুঁজবটি চারদিকে ছড়িয়ে যাবার পর তারা তা সরিয়ে ফেলে। এরপর, আমি শিয়া ওয়েবসাইট গুলোতে খোঁজ করা শুরু করি। আমি আবিষ্কার করলাম যে তারা ব্যাপকভাবে এই গুঁজবটি ছড়িয়েছে। এর কিছু উদাহরণ দেখুন

 

১৫ জুলাই ২০১৪

 

 

১৪ জুলাই ২০১৪ 

 

 

১২ জুলাই ২০১৪ 

 

 

৯ জুলাই ২০১৪ 

 

 

^ এখানে যথেষ্ট শিয়া ওয়েবসাইট রয়েছে।

 

এরপর, ইউকে তে অবস্থিত একজন পাকিস্তানি, এই আষাঢ়ে গল্পটি নিয়ে কথা বলছিলেন। ইনি একজন চরম ঈর্ষান্বিত ব্যক্তি যিনি দাওলাতুল-ইসলাম কে অতি মাত্রায় ঘৃণা করেন। 

 

 

ফোরামের এক জন ভদ্রলোক তার কাছে সংবাদটির উৎস সম্পর্কে জানতে চান। 

 

 

তিনি উত্তর দিলেন যে, বিগত তিন দিন ধরে গবেষণা চালিয়ে কোন প্রকারের উৎস পেতে তিনি সক্ষম হননি। 

 

 

তিনি একটি নোট লিখেন যার মধ্য দিয়ে দাওলাতুল-ইসলামের প্রতি তার বিদ্বেষের প্রকাশ ঘটে।যদিও এই গুঁজবটি ছিল সম্পূর্ণ রূপে মিথ্যা।এই বিষয়ে জবাব গুলোর মধ্যে যে জবাবটি আমার নিকট সবচেয়ে ভাল লেগেছে তা হল একটি হাস্য-রসপূর্ণ প্রশ্নকেবল একমাত্র ইরানই জানে সিআইএ এবং আবু-বকর এর মধ্যে কি আছে

 

 

শেষপর্যন্ত, আমি সেই ওয়েবসাইটটি খুঁজে পাই যারা এই গুঁজবটি ছড়িয়েছে।আবারো, এটি একটি শিয়া ওয়েবসাইট 

 

৬ জুলাই ২০১৪

 

 

 

তারা উল্লেখ করেছে যে এই আষাঢ়ে গল্পের উৎস হল “The Interceot”।আমি তাদের ওয়েবসাইট সার্চ করি কিন্তু, কিছুই পাই না।

 

 

আমি গুগল করি। কিন্তু, কোন লাভ হয়নি।

 

 

আমি বিগত সপ্তাহের গুগল সার্চ এ খোঁজ করি কিন্তু, কিছুই পাইনি

 

 

এরপর আমি সময় বাড়িয়ে গত মাসের ফলাফলে খোঁজ করি।পুনরায় কোন কিছুই খুঁজে পাই না

 

 

এটি হচ্ছে আবু-বকর কে নিয়ে ছড়ানো গুজবের উপর আমার একটি তড়িৎ গবেষণা। এবং এটি অত্যন্ত দুঃখের বিষয় যে, ইরান কিছু গুঁজব রটাল এবং আমরাও তাতে সাঁই দিলাম।

 

আমি যেকোনো ব্যক্তিকে চ্যালেঞ্জ করছি যে, আমার দেয়া ওয়েবসাইটে এ ৬ই জুলাই ২০১৪ তারিখে এই গুঁজবটি ছড়ানোর পূর্বে অন্য কোন সংবাদ মাধ্যমে তা প্রকাশ হয়ে থাকলে তা যেন পেশ করে ! 

 

পূর্ব এবং পশ্চিম, বিশেষ করে ইরান ইসলামিক খিলাফতকে নিয়ে বেশ ভীত। কারণ, তারা ভাল করেই জানে যে এই খিলাফত প্রত্যেক মুসলিমের জন্যে বেশ মূল্যবান এবং যে কেউ আর কোন মুসলিমের ইজ্জত-সম্মানের উপর আঘাত হানতে পারবে না। বিশ্বের সমস্ত মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন। তারা আজ অত্যাচারিত এবং সম্ভ্রম-হীন। সে সমস্ত নৃশংসতার দিকে তাকিয়ে দেখুন যা ঘটে চলেছে বার্মা, মধ্য আফ্রিকা, গাঁজা এবং অন্যান্য স্থানে।সত্যিই, সকলেই বেখেয়ালআমি মুসলিমদের ব্যাপারে আশ্চর্যান্বিত হই, যখন দেখি তারা খিলাফতের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে।

 

**************

আপডেট!!!

 

উইকিলিক্স এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকেও কনফার্ম করা হয়েছে খবরটি ভুয়া 

https://twitter.com/wikileaks/status/497889048263147522

 

এরপরও যারা এই ভুয়া খবরটি প্রচার করে আপনার মুসলিম ভাইয়ের সম্মান নষ্ট করছেন, তাদের বলছি-

 

আল্লাহকে ভয় করুন!

Translated from: http://justpaste.it/Mosad-ISIS-En