কে আসে , কে আসে সাড়া পড়ে যায়,
কে আসে , কে আসে নতুন সাড়া ।
==================================================
জাগে সুষুন্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া।
হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি আনো প্রিয় আবহায়াত ,
জানি সিরাজাম-মুনিরা তোমার রশ্মিতে জাগে কোটি প্রভাত,
তব বিদ্যুতকণা- স্ফুলিংগে লুকানো র’য়েছে লক্ষ দিন,
তোমার আলোয় জাগে সিদ্দিক, জিননুরাইন, আলী নবীন
ঘুম ভেঙ্গে যায় আল ফারুকের হেরি ও প্রভাত জ্যোতিষ্মান
মুক্ত উদার আলোকে তোমার অগণন শিখা পায় যে প্রাণ
তোমার পথের প্রতি বালুকায় এখনো উদার আমন্ত্রণ,
ঘাসের শিয়রে সবুজের ছোপ জাগায়ে স্বপ্ন দেখিছে বন।
তব শাহাদত অঙুলি আজও ফিরদৌসের ইশারা করে
নিখিল ব্যথিত ‘উম্মত লাগি’ এখনো তোমার অশ্রু ঝরে।
তোমার রওজা মুবারকে আজও সেই খোশবুর বইছে বান,
চামেলির ঘ্রাণ, অশ্রুর বান এখনো সেখানে অনির্বাণ।
চলছে ধ্যানের জ্ঞান- শিখা ব’ইয়ে জিলানের বীর , চিশতী বীর
রংগিন করি মাটির সুরাহি নকশবন্দের নয়নে নীর ,
জ্ঞানের প্রেমের নিশান তুলেছে হাজার সালের মুজাদ্দিদ
রায়বেরেলির জংগী দিলীর ভেঙেছে লক্ষ রাতের নিদ
অরা গেছে বহি তোমার নিশান রেখে গেছে পথে সেই নিশানি ,
তবু সে চলার শেষ নাই আর কোন দিন শেষ হবে না জানি ।
লাখো শামাদান জ্বলে অফুরান রাত্রি তোমার রশ্মি স্মরি
সে আলো বিভায় মুখ তুলে চায় প্রাণ পিপাসায় এ শর্বরী ।
তাদের সঙ্গে সালাম জানাই হে মানবতার শাহানশাহ
হে নবী! সালামঃ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
*****