আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রতিপালক। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মাদ, তাঁর পরিবারবর্গ ও তাঁর সঙ্গীসাথিদের উপর।
.. আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ..
সম্মানিত মুজাহিদ ভায়েরা, আজ আপনাদের সাথে TOR Browser এর ছোট্ট একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ্। আল্লাহ সহজ করেন -- আমীন।
ভায়েরা, আমরা নিরাপত্তার দিক বিবেচনা করে Tor Browser দিয়ে dawahilallah.com ভিজিট করি। আর এই Tor Browser দিয়ে বাংলা সাইট গুলি বিশেষ করে dawahilallah ভিজিট করতে গেলে কয়েকটি সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে একটি সাধারণ সমস্যা হচ্ছে, অন্যান্য Browser এর তুলনায় Tor Browser-এ বাংলা ফন্ট/অক্ষর ছোট দেখায় যা পড়তে বেশ বিড়ম্বনার শিকার হতে হয়। তাই আজ আমরা দেখব, কিভাবে Tor Browser এর ফন্টের এই সমস্যাটির সমাধান করা যায়। অর্থাৎ বাংলা ফন্ট স্বাভাবিক ভাবে দেখা যায়। আর এটা করাটা অনেক সহজ যা আপনারা নিচের চিত্রসহ স্টেপ গুলি দেখলেই পারবেন ইনশাআল্লাহ্।
Step: 1
Start Menu থেকে Settings (Control Panel) এ যান / আমি এখানে Windows 10 Operating System ব্যবহার করেছি। আপনারা যারা windows এর অন্য কোন version ব্যবহার করেন তারা Control Panel এ যাবেন ইনশাআল্লাহ।
Step: 2
১. Settings এর Search এ যান। ২. টাইপ করুন “Language” । ৩. তারপর Search suggestion ড্রপডাউন বক্স থেকে “add a Language to this Device” এ Select করুন।
Step: 3 ।। ১,৩,৪. চিত্রের নির্দেশনা অনুস্মরণ সিলেক্ট করুন। ২. টাইপ করুন “bangla”
Step: 4 ।। ১. চিত্রের নির্দেশনা অনুযায়ী চেক বক্সের সেটিং ঠিক রাখুন। ২. Install এ ক্লিক করুন।
Final Step: 5 ।। আলহামদুলিল্লাহ ... আমাদের ফন্টের সমস্যা সমাধান হয়েছে ইনশাআল্লাহ্। এখন আপনার Desktop/ Laptop টি রি-স্টার্ট দিন ও তারপর Tor Browser ওপেন করে Dawahilallah.com ভিজিট করে দেখুন ইনশাআল্লাহ্ স্বাভাবিক ফন্ট দেখা যাবে।
আপনাদের খাস দোয়ায় আমাদের শরীক করতে ভুলবেন না ... ইনশাআল্লাহ্।